টাকা খরচ করলেই মনে জায়গা হয় না! অভিমানী পোস্ট করে কোন দিকে ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা?

Published on:

টাকা খরচ করলেই মনে জায়গা হয় না! অভিমানী পোস্ট করে কোন দিকে ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা?

তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। অনেক দিন ধরেই আলোচনা তুঙ্গে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার।এই পরিস্থিতিতে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। যা নিয়ে ফের একবার বিচ্ছেদের ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। টাকার থেকেও যে ভালোবাসা, যত্ন অনেক বেশি মূল্যবান সেই কথাই স্পষ্ট হয়েছে তাঁর পোষ্টে।

যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর ঘর ভাঙার খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। নিজের নামের পাশ থেকে যীশুর পদবী মুছেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রাম থেকেও সরিয়েছেন একাধিক ছবি। ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে মায়ের পাশে থাকার বার্তাই দিয়েছেন সারা সেনগুপ্ত। এর মধ্যে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ার পোস্ট ভাইরাল হল।

   
 ⁠

নিজের সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নীলাঞ্জনা। সেখানে তিনি লিখলেন, “নিনি আর চিনি আমার চিরন্তন ভালোবাসা”। দুই কন্যার ছোট বেলার ছবি দিয়েছেন তিনি। সঙ্গে লেখা, ‘শিশু সবসময় মনে রাখবে কে ওর পাশে ছিল, শুধু টাকা খরচ করলেই তার মনে জায়গা করা যাবে না। জামাকাপড়, খেলনা শিশুদের কাছে একসময় পুরনো হয়ে যায়, কিন্তু ভালোবাসা আর একসঙ্গে কাটানো সময় কখনও পুরনো হয় না।

  
 ⁠

ইদানিং মাঝে মাঝেই এই রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন নীলাঞ্জনা। যেমন কিছুদিন আগেই তিনি লেখেন, “জীবনের ট্র্যাজেডি অনভিপ্রেত। যখন কিছু সাময়িকভাবে ঘটে, সবটাই ওলটপালট হয়ে যায়। তবে এটার একটা ভাল দিক হল, এই সময়টা তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো। যা একপ্রকার পুনর্জন্মের মতোই”। স্বাভাবিক ভাবেই এই পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছে। দাম্পত্য কলহের জেরে কি তবে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন?