তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। অনেক দিন ধরেই আলোচনা তুঙ্গে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার।এই পরিস্থিতিতে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। যা নিয়ে ফের একবার বিচ্ছেদের ইঙ্গিতই স্পষ্ট হয়েছে।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর ঘর ভাঙার খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। নিজের নামের পাশ থেকে যীশুর পদবী মুছেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রাম থেকেও সরিয়েছেন একাধিক ছবি। ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে মায়ের পাশে থাকার বার্তাই দিয়েছেন সারা সেনগুপ্ত। এর মধ্যে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ার পোস্ট ভাইরাল হল।
নিজের সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নীলাঞ্জনা। সেখানে তিনি লিখলেন, “ধন্যবাদ বিশ্বকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমায় শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি শিখেছি এবং এগিয়ে গিয়েছি”। এদিকে যিশুর দিদিও এক পোস্ট করেছিলেন। সেখানে লেখা ছিল, “এত্ত মিথ্যে এত্ত মিথ্যে…সহ্য হবে তো? এক সময় আমায় কর্ম নিয়ে প্রচুর জ্ঞান দেওয়া হয়েছিল। আজ যদি প্রশ্ন করি সেটাই থেকে থাকে, তাহলে কর্ম ক্ষমা করবে তো? সত্যি চিরকাল চাপা থাকে না। সত্যিই যদি নিজের মুখ খুলতে পারতাম। ভগবানও জানে না ও কী ভুল করছে”। এই পোস্টের পরেই স্পষ্ট পরিবারের ফাটলের ছবিটি।
ইদানিং মাঝে মাঝেই এই রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন নীলাঞ্জনা। যেমন কিছুদিন আগেই তিনি লেখেন, “জীবনের ট্র্যাজেডি অনভিপ্রেত। যখন কিছু সাময়িকভাবে ঘটে, সবটাই ওলটপালট হয়ে যায়। তবে এটার একটা ভাল দিক হল, এই সময়টা তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো। যা একপ্রকার পুনর্জন্মের মতোই”। স্বাভাবিক ভাবেই এই পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছে। দাম্পত্য কলহের জেরে কি তবে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন?