স্বাধীনতা দিবসে সেজেছে দত্ত বাড়ি! পতাকা উত্তোলনের আগে চিন্তায় পড়ল পর্ণা, কিন্তু কেন?

জমে উঠেছে নিম ফুলের মধু সিরিয়াল। টানটান উত্তেজনায় চলছে ধারাবাহিক। এর মধ্যেই দত্ত বাড়িতে পালিত হবে স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সেজে উঠছে দত্ত বাড়ি। কিন্তু এর মধ্যেই ফের চিন্তার ভাঁজ পর্ণার কপালে।
এদিন তেরঙা বেলুনে সাজিয়ে তোলা হয়েছে দত্ত বাড়ি। ঠাম্মি পতাকা উত্তোলন করেন। এদিকে সবাই যখন আনন্দ করছে তখন চিন্তায় রয়েছে পর্ণা। পরিবারে যাতে কোনও আঁচ না আসে সেই প্রার্থনাই হয়তো করছে মিসেস দত্ত।
স্বাধীনতা দিবসের দিন যেন দত্ত বাড়িতে তৈরি হবে পারিবারিক মিলনোৎসবের একটা সুন্দর পরিবেশ। এদিকে তাঁর চিন্তার কারণ বটব্যাল। বাথরুমে সিগারেটের গন্ধের কথা জানার পর থেকেই চিন্তার শেষ নেই তাঁর।
প্রসঙ্গত, এখন দেখা যাচ্ছে, বটব্যালের কীর্তি ফাঁস করেছে পর্ণা। এদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে রীতিমত বেপাত্তা হয়ে গিয়েছে সে। অন্যদিকে তিন্নির বটু সোনা তাকে ফোন করে জানায় সে পালিয়ে পালিয়ে ক্লান্ত। তখনই বুদ্ধি আটে তাঁরা।
দেখা যায়, রূপ বদলে একজন মহিলা সেজে দত্ত বাড়িতে ঢোকে সে। তিন্নি তার পরিচয় দেয় তাদের ফুল মাসি হিসেবে। যদিও তার আগে জামাইবাবুকে ১০ লাখ টাকার ঘুষ দিয়ে রাজি করায়। এদিকে পর্ণার সন্দেহ হলেও সে ধরতে পারে না। এবার গল্প কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।