ভেক ধরে দত্ত বাড়িতে বটব্যাল! পর্ণা কী পারবে পর্দা ফাঁস করতে?

প্রথম দিকে জনপ্রিয়তা অর্জন করলেও ধীরে ধীরে সে জনপ্রিয়তা হারাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিক। এমনটাই মত দর্শকদের। তাদের কথায় আগে ভালো লাগলেও এই ধারাবাহিক সম্প্রতি আর ভালো লাগছে না তাদের। তবে এখন নতুন টুইস্ট আনা হয়েছে ধারাবাহিকে।
শুরু থেকেই নিম ফুলের মতো জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। রুবেল এবং পল্লবী শর্মার জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। ধারাবাহিকের টিআরপিও বেশ উপরের দিকেই ছিল। কিন্তু মাঝে নতুন প্রোমো প্রকাশ হতেই দর্শকরা বলেছিলেন জগদ্ধাত্রী থেকে নকল করা হচ্ছে কাহিনী প্লট।
দর্শকেরা প্রথম থেকেই এই ধারাবাহিককে বেশ এগিয়ে রেখেছেন। তবে এবার গল্পে নতুন টুইস্ট আসার অপেক্ষায় রয়েছেন সকলে। দর্শকদের মতে আগে ধারাবাহিকটি একটু অন্যরকম ছিল। কিন্তু এখন অন্যান্য সব ধারাবাহিকের মতো একই রকম হয়ে গিয়েছে।
এখন দেখা যাচ্ছে, বটব্যালের কীর্তি ফাঁস করেছে পর্ণা। এদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে রীতিমত বেপাত্তা হয়ে গিয়েছে সে। অন্যদিকে তিন্নির বটু সোনা তাকে ফোন করে জানায় সে পালিয়ে পালিয়ে ক্লান্ত। তখনই বুদ্ধি আটে তাঁরা।
দেখা যায়, রূপ বদলে একজন মহিলা সেজে দত্ত বাড়িতে ঢোকে সে। তিন্নি তার পরিচয় দেয় তাদের ফুল মাসি হিসেবে। যদিও তার আগে জামাইবাবুকে ১০ লাখ টাকার ঘুষ দিয়ে রাজি করায়। এদিকে পর্ণার সন্দেহ হলেও সে ধরতে পারে না। এবার গল্প কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।