দত্ত বাড়ির পুজো বাঞ্চাল করতে মরিয়া ঈশা! পর্ণা কি পারবে শ্বশুরবাড়ির ঐতিহ্য রক্ষা করতে?

নানান রকম নতুন নতুন মোড় এনে সিরিয়াল গুলিতে এখন টুইস্ট দেওয়ার পাল্লা চলছে। কে কত ভালো চমক দিতে পারে তাই নিয়ে চলছে জোড় লড়াই। তবে এর মধ্যেই নিম ফুলের মধু ধারাবাহিকে শুরু হল দুর্গাপুজোর তোড়জোড়। দত্ত বাড়িতে জাঁকজমক করে দুর্গা পুজো হয়। তাই এখন সেই প্রস্তুতিই চলছে।
বাঙালিয়ানা, সাবেকি ঐতিহ্যের এখনও গন্ধ বেরোয় দত্ত বাড়ি থেকে। পুজোও হয় সাবেকি ধাঁচে। এই এখন সেই পুজোর প্রস্তুতিই চলছে এই বাড়িতে। ঠাম্মির সঙ্গে পুজোর থিম নিয়ে আলোচনায় ব্যস্ত পর্ণা, রুচিরা, চয়ন।
তাঁর শাশুড়ির মন মত না হলেও দত্ত বাড়ির বাকিদের খুব পছন্দের পর্ণা। বিশেষ করে ঠাম্মির। এই পুজোতে এবার বাড়ির ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবে পর্ণা। তোপ দাগা থেকে বাইজির নৃত্য পরিবেশন, ধুনুচি নাচ সব কিছুর আয়োজনই করেছে সে।
এদিকে, পুজো প্ল্যান বাঞ্চাল করতে তৈরি ইশা। তোপ ধাগার বারুদে জল ঢেলে দেয় সে। এরপর কি পর্ণা নিজের লক্ষ্যে সফল হতে পারবে? শ্বশুরবাড়ির ঐতিহ্য বজায় রাখতে কি পারবে সে? সেই উত্তর জানতে গেলে অবশ্যই দেখতে হবে নিম ফুলের মধু।