সিরিয়াল

TRP বাড়াতে মহাপুরুষদের নিয়ে মজা? নিম ফুলের মধুর প্রোমো প্রকাশ পেতেই ক্ষুব্ধ দর্শক মহল

নানান রকম নতুন নতুন মোড় এনে সিরিয়াল গুলিতে এখন টুইস্ট দেওয়ার পাল্লা চলছে। কে কত ভালো চমক দিতে পারে তাই নিয়ে চলছে জোড় লড়াই। কিন্তু তাই বলে গল্পের গরু গাছে তোলা হবে এটাও কাম্য নয়। তাই নিম ফুলের মধুর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ক্ষেপে উঠল দর্শক মহল।

ধারাবাহিকে এখন সৃজন ও পর্নার বিচ্ছেদের আবহ চলছে। যদিও পর্না কোনভাবেই এই বিচ্ছেদ চায় না। কিন্তু গল্পের নায়ক পর্ণাকে ভুল বোঝে আর মায়ের কথা মেনে নায়িকাকে ডিভোর্স দেবে বলে ঠিক করে। কিন্তু বিচ্ছেদ যাতে না হয় তাই বুদ্ধি খাটিয়ে পর্ণা খোরপোষ বাবদ থেকে ১০ লাখ টাকা দাবী করে সৃজনের থেকে।

আরও পড়ুন: জগদ্ধাত্রী-ফুলকির হাড্ডাহাড্ডি লড়াইয়ের এবারে সেরার সেরা কে? টিআরপি তালিকায় বাকিরা কোথায়?

তবে পর্ণার এই চালে হিতে বিপরীত হয়।ঈশা এন্ট্রি নেয় সৃজনের জীবনে। ঈশাই মূলত টাকা জোগাড় করে পর্ণাকে তাড়ানোর জন্য। এরপরেই শুরু হয় যত বিতর্কিত দৃশ্য। অত্যাচারের পরই গল্পের নায়িকা ধারাবাহিকের একটি দৃশ্যে হ্যালুসিনেট করে মনীষীদের। সে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে। নেতাজি আবার পর্ণাকে স্যালুটও করে বসেন।

আরও পড়ুন: তিন বছর পর পথ চলা থামছে গাঁটছড়ার! খড়ি সরে যেতেই কি এই সিদ্ধান্ত?

আর এই দৃশ্য দেখেই বেজায় চটেছে দর্শক মহল। তাদের মতে,নির্মাতারা নির্লজ্জতার সীমা অতিক্রম করে গিয়েছেন। টিআরপি বাড়ানোর লোভে এই ধরনের আজগুবি দৃশ্য তৈরি করায় ক্ষেপেই আগুন তাঁরা। ধারাবাহিকের লেখককে নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Back to top button