অন্তঃসত্ত্বা নিমরত কৌর! খবর প্রকাশ্যে আসতেই যা করলেন অভিনেত্রী….

Published on:

নতুন সঙ্গীর সঙ্গে মূল্যবান সময় কাটাতে ব্যস্ত নিমরত! প্রকাশ্যে এল ছবি

সময়টা ২০২২ সাল। দশভি’ সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু সেই চিড় কোথাও গিয়ে যেন আজও বর্তমান। এবার রটে গেল নিমরত নাকি অন্তঃসত্ত্বা। এমনকি এই আলোচনাও হল এই সন্তানের বাবা নাকি অভিষেক।

একটি ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। দেখা যাচ্ছে, নিমরতের মেদযুক্ত পেট দেখেই অনেকে মনে করতে শুরু করেন, তিনি অন্তঃসত্ত্বা। তবে জানা গিয়েছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়ো। এই নিয়ে কোনও জবাব দেননি অভিনেত্রীও।

   
 ⁠

কিছুদিন আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি কি আদৌ অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন? উত্তর দিলেন নিজেই।

  
 ⁠

হানি বানি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নিমরত। সেখানেই তাঁকে অভিষেকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে আগে পিছু না ভেবেই অভিনেত্রী সটান জবাব দেন, “আমি এখনও সিঙ্গল। কারও সঙ্গে কোনও সম্পর্কে নেই আমি”।

‘দশভি’ সিনেমার প্রচারের সময়েই এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছিলএকবার। সেখানে দেখা যায়, অভিষেক-ঐশ্বর্যর ১৫ বছরের দাম্পত্যের কথা শুনে হতবাক হয়ে যান নিমরত কৌর। করে বসেন এক আজব মন্তব্য। যা শুনে অবশ্য পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক।

‘দশভি’ রিলিজের সময়ে তাঁদের দাম্পত্যের বয়স তখন পনেরো বছর। এই সম্পর্কের বয়সের কথা শুনেই অবাক হয়ে যান নিমরত। খানিকটা হতবাক হয়েই বলেন, “১৫ বছর?” এরপরেই অভিনেত্রী আলটপকা মন্তব্য করে বলেন, “এত দিন বিয়ে টেকে নাকি”! তবে সঙ্গে সঙ্গেই এর জবাব দেন জুনিয়র বচ্চন।