লোকে দেখবে আর জ্বলবে!প্রেম নিয়ে নিন্দুকদের সপাটে জবাব দিলেন নিমরত

Published on:

মজা পেয়েছিলাম, সব কিছু জানে ও! অভিষেকের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন নিমরত

অভিষেক ও তাঁকে নিয়ে যে গুঞ্জন রটেছে, রিলসের মধ্যে দিয়ে তারই জবাব যেন দিলেন নিমরত। এই ভাইরাল ভিডিও দেখে মুহূর্তেই প্রতিক্রিয়ার ঝড় বয়ে গেছে নেট দুনিয়ায়। এমনকি ভিডিও দেখে নেটিজেনরা রীতিমতো চমকে গেল। নিমরতের মুখে এমন কথা শুনে অবাক তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় একটি রিলস আপলোড করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “লোগ দেখ দেখকে জল জা”। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, “লোকে দেখবে, আর জ্বলবে”। অনেকের মতে, বকলমে নিন্দুকদেরই জবাব দিলেন নিমরত।

   
 ⁠

অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন। অনেকের ধারণা এবার সেই প্রসঙ্গেই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। এদিকে নেটপাড়াতেও ঐশ্বর্য রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে ট্রোল-মিমের পাহাড়।

  
 ⁠

সময়টা ২০২২ সাল। দশভি’ সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও হানি বানি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে নিমরত অভিষেকের সঙ্গে সম্পর্ক নিয়ে জানিয়ে দেন, “আমি এখনও সিঙ্গল। কারও সঙ্গে কোনও সম্পর্কে নেই আমি”।