সময়টা ২০২২ সাল। দশভি সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু সেই চিড় কোথাও গিয়ে যেন আজও বর্তমান। এবার এই নিমরতের ফের এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে সে নতুন সঙ্গীর সঙ্গে ছবি দিয়েছেন।
নিমরত তাঁর ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, বিড়ালের সঙ্গে বসে রয়েছেন তিনি। আর সেই পোস্টেই লিখলেন, “বাড়ি ফিরলাম। চায়ের সঙ্গীর সঙ্গে বসে রয়েছি”। অর্থাৎ তাঁর নতুন চায়ের সঙ্গী এই চারপেয়ে।
দিন কয়েক আগে ‘দশভি’ সিনেমার প্রচারের সময়েই এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে নিমরত বলছেন অভিষেকের সঙ্গে সময় কাটিয়ে তার বেশ ভালো লেগেছে। আর এই ভিডিও ভাইরাল হতেই ফের একবার জল্পনা উসকে উঠেছে। যদিও তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে। সে বিষয়ে মুখ খোলেনি কোন পক্ষ।
ওই ভিডিওতে নিমরত বলছেন,ও “দসভি’র প্রচারের সময় খুব মজা পেয়েছিলাম। অভিষেক খাওয়াদাওয়া সম্পর্কে অনেক কিছু জানে। ও নিজেও খেতে ভালবাসে। কোন রেস্তরাঁ থেকে কী খাবার আনাতে হবে, সব কিছু জানে ও। তাই সেই অভিজ্ঞতা খুব ভাল ছিল”।