সময়টা ২০২২ সাল। দশভি’ সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু সেই চিড় কোথাও গিয়ে যেন আজও বর্তমান। এবার এই নিমরতের ফের এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে অভিষেককে নিয়ে বিশেষ মন্তব্য করতে শোনা গিয়েছে।
‘দশভি’ সিনেমার প্রচারের সময়েই এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হল এবার। সেখানে নিমরত বলছেন অভিষেকের সঙ্গে সময় কাটিয়ে তার বেশ ভালো লেগেছে। আর এই ভিডিও ভাইরাল হতেই ফের একবার জল্পনা উসকে উঠেছে। যদিও তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে। সে বিষয়ে মুখ খোলেনি কোন পক্ষ।
ওই ভিডিওতে নিমরত বলছেন, “দসভি’র প্রচারের সময় খুব মজা পেয়েছিলাম। অভিষেক খাওয়াদাওয়া সম্পর্কে অনেক কিছু জানে। ও নিজেও খেতে ভালবাসে। কোন রেস্তরাঁ থেকে কী খাবার আনাতে হবে, সব কিছু জানে ও। তাই সেই অভিজ্ঞতা খুব ভাল ছিল”।
এক সাক্ষাৎকারে অভিষেক-ঐশ্বর্যর ১৫ বছরের দাম্পত্যের কথা শুনে হতবাক হয়ে যান নিমরত কৌর। করে বসেন এক আজব মন্তব্য। যা শুনে অবশ্য পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক।
‘দশভি’ রিলিজের সময়ে তাঁদের দাম্পত্যের বয়স তখন পনেরো বছর। এই সম্পর্কের বয়সের কথা শুনেই অবাক হয়ে যান নিমরত। খানিকটা হতবাক হয়েই বলেন, “১৫ বছর?” এরপরেই অভিনেত্রী আলটপকা মন্তব্য করে বলেন, “এত দিন বিয়ে টেকে নাকি”! তবে সঙ্গে সঙ্গেই এর জবাব দেন জুনিয়র বচ্চন।
অভিষেক এই প্রসঙ্গে জবাব দিয়ে বলেন, “এটা আমাদের মেনে নেওয়ার সময় এসেছে যে, নারীরা আসলে পুরুষদের থেকে অনেক এগিয়ে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো ওঁরা দেখতে পারেন। আমার স্ত্রী এই ক্ষেত্রে অসাধারণ। সব দিক থেকে আমার পাশে থেকেছে”।