ভাইরাল

জাতীয় পতাকায় অটোগ্রাফের আর্জি ভক্তের! বিনয়ের সঙ্গে আবেদন ফিরিয়ে প্রশংসিত নীরজ চোপড়া

ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের টিকিট পেয়েছেন ভারতীয় সেনার সুবেদার নীরজ চোপড়া। সর্বত্র এখন তাঁর জয়জয়কার। এর মধ্যেই ফের এক কাণ্ড ঘটিয়ে আবারও প্রশংসা ছিনিয়ে নিলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন তথা বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক মহিলা ভক্তের সঙ্গে দেখা হয় তাঁর। সেখানে ওই মহিলা তাঁকে অটোগ্রাফ দেওয়ার জন্য আবেদন জানান। ভক্তের সেই আর্জি রাখবেন বলেও জানান এই অ্যাথেলিট। কিন্তু পরে বুঝতে পারেন তাঁর ভক্ত জাতীয় পতাকায় অটোগ্রাফ দিতে বলছেন।

এরপরেই জাতীয় পতাকায় অটোগ্রাফ দিতে অস্বীকার করেন তিনি। বরং তার বদলে ওই মহিলা ভক্তের জামায় বিনয়ের সঙ্গে সই করেন নীরজ। আর এতে দারুন খুশি হয়েছেন ওই অনুরাগী। এই ভিডিও এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

এদিকে ভিডিও শেয়ার হতেই তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। নীরজের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, নীরজ শুধু জ্যাভেলিনের চ্যাম্পিয়ন, জীবনের সবক্ষেত্রেই চ্যাম্পিয়ন হলেন ভারতের ‘সোনার ছেলে’।

Back to top button