নতুন করে শুরু হয়েছে কপিল শর্মার শো। এই নতুন শো এর নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। প্রথম পর্বেই এই শোতে এসেছিলেন নীতু কাপুর, রণবীর কাপুর এবং রিদ্ধিমা কাপুর।
এই শোতে এসেই এবার এক গোপন কথা জানালেন নিতু সিং। রণবীর বাড়িতে ঠিক কেমন বা কার সঙ্গে তাঁর ঠিক কেমন সম্পর্ক সেই নিয়ে আর রাখঢাক না করে সবটাই স্পষ্ট করে দিলেন রণবীর কাপুরের মা নীতু কাপুর।
নিতু কাপুর জানান, ছোটবেলায় রণবীর কাপুর তাঁর দিদি ঋদ্ধিমা কাপুরকে ভীষণ মারতেন। আমি বারবার মানা করতাম, আমার মেয়েকে মেরো না। কিন্তু রণবীর শুনতেন না।
ঋদ্ধিমা যোগ করেন, রণবীর যখন ছোট ছিল, তিনি লম্বা ছিলেন, তাই অনেক বিষয় তিনি অ্যাডভান্টেজ নিতেন। কিন্তু না, সেই পর্ব খুব বেশিদিনের জন্যে স্থায়ী হয়নি। বিষয়টা একবাক্যে স্বীকার করে নিয়েছিলেন রণবীর কাপুরও। তাঁর কথায়, আজ এগুলো ভাবলে খারাপ লাগে।