ঋষি কাপুর নয় বরং কাপুর পরিবারের এই পুরুষকে মন দিয়েছিলেন নিতু সিং! কিন্তু বিয়ের পরেই বদলে গেল সম্পর্কের সমীকরণ

Published on:

ঋষি কাপুর নয় বরং কাপুর পরিবারের এই পুরুষকে মন দিয়েছিলেন নিতু সিং! কিন্তু বিয়ের পরেই বদলে গেল সম্পর্কের সমীকরণ

কফি উইথ করণ শোতে এসে যেন সকলের রহস্যের খাজানা খুলে যায়। একেক জন সেলিব্রেটি তাঁদের নিজেদের জীবনের গোপন তথ্য ফাঁস করেন অবলীলায়। এবার ঠিক একই কাজ করলেন নিতু সিং ও জিনাত আমান।

সম্প্রতি কফি উইথ করণ শোতে এসেছিলেন নিতু সিং ও জিনাত আমান। সেখানে এসেই জীবনের এক গোপন কথা বলেন নিতু। স্বামী ঋষি কাপুর নয় বরং তাঁর প্রথম পছন্দ ছিল শশী কাপুর। যিনি কিনা সম্পর্কে তাঁর কাকা শ্বশুর হন।

   
 ⁠

এই প্রসঙ্গে নিতু সিং বলেন, “ঋষি কাপুরের সঙ্গে প্রেম থাকলেও, প্রথম থেকেই শশী কাপুরের উপর একটা ভালোবাসা ছিল আমার। খুবই পছন্দ করতাম। তার পর যখন বিয়ে করে কাপুর ফ্যামিলিতে আসি। সেই ভালোলাগাটা কিন্তু থেকে গিয়েছিল। আমার ক্রাশ ছিল শশীজি”। এদিকে জিনাত আমানও বলেন শশী কাপুরকে বেশ পছন্দ করতেন তিনিও।

  
 ⁠

যদিও পরে নিতু সিং জানান, বিয়ের পর থেকে কাকার মতোই সম্মান করতেন তিনি শশী কাপুরকে। কিন্তু ভালো লাগা ছিলই। এক সময় বহু ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। শশী-নীতুর রোমান্স এক সময় হিট ছিল সিনেপর্দায়।