বিয়ের রাতে ঘোড়ায় চড়ার আগেই অজ্ঞান হয়ে যান ঋষি কাপুর! এক অজানা কাহিনী শোনালেন নিতু সিং

Published on:

বিয়ের রাতে ঘোড়ায় চড়ার আগেই অজ্ঞান হয়ে যান ঋষি কাপুর! এক অজানা কাহিনী শোনালেন নিতু সিং

চার বছর পেরিয়েছে ঋষি কাপুর মারা গেছেন। কিন্তু আজও নিজের বিয়ের স্মৃতি টাটকা নিতু সিংয়ের কাছে। নিজের স্বামীকে আরও একবার মনে করলেন নিতু সিং। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নিজেদের পুরোনো ছবি, বিয়ের কার্ড।

একবার এক সাক্ষাৎকারে নিতু সিং জানিয়েছিলেন, ঋষি কাপুর এবং তিনি উভয়েই বিয়ের দিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যদিও দুজনের কারণ অবশ্য আলাদা ছিল। অভিনেত্রী জানান, “আমার লেহেঙ্গা খুব ভারী ছিল এবং এটি পড়ে থাকাও আমার পক্ষে কঠিন ছিল। অপরদিকে ঋষিও ভিড় সহ্য করতে না পেরে ঘোড়ায় চড়ার আগেই অজ্ঞান হয়ে যান”।

   
 ⁠

জানা যায়, ১৯৭৪ সালের জাহরিলা ইনসান ছবির সেটে আলাপ হয় তাঁদের। যদিও তখন অন্য কাউকে ডেট করছিলেন ঋষি। এরপর বন্ধুত্ব তৈরি হয় নীতুর সঙ্গে। ঘনিষ্টতা বাড়ে দুজনের মধ্যে। প্রেমের গল্প শুরু হয়।

  
 ⁠

১৯৮০ সালে ২২ জানুয়ারি আরকে হাউজে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। আমন্ত্রিত ছিলেন বলিউডের বহু তারকা। চাঁদের হাট বসেছিল সেদিন আরকে হাউজে।নীতু সিং তাঁর স্বামীকে প্রতিটি কঠিন মুহূর্তে সমর্থন করেছেন এবং ঋষি কপুরের সমর্থনে পাশে থেকেছেন।

আশির দশকে রোমান্টিক হিরো বলতে যাঁদের নাম উপরের তালিকায় উঠে আসতো তার মধ্যে অন্যতম ছিলেন ঋষি কাপুর। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তার বেশ কিছু ছবি এখনো চির নতুন।

শেষ বয়সের তাঁর চারটি ছবি ছিল এক কথায় অসাধারণ। দো দুনি চার, ডি ডে, কাপুর এন্ড সন্স এবং শর্মাজি নমকিন। এই চারটি সিনেমায় জীবনের দ্বিতীয় ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। এর মধ্যে শর্মাজি নমকিন মুক্তি পায় তাঁর মৃত্যুর দুই বছর পর অর্থাৎ ২০২২ সালে। এই ছবিতেই জুহি চাওলার সঙ্গে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ঋষি কাপুরকে।