আজ বেঁচে থাকলে….. ঋষি কাপুরের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী নিতু সিংয়ের

Avatar

Published on:

আজ বেঁচে থাকলে..... ঋষি কাপুরের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী নিতু সিংয়ের

আজ ৭২ তম জন্মদিন ঋষি কাপুরের। এই বিশেষ দিনে নিজের স্বামীকে আরও একবার মনে করলেন নিতু সিং। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নিজেদের পুরোনো ছবি। একইসঙ্গে ঋষি কাপুরের পুরোনো জন্মদিনের মুহূর্তও ভাগ করে নিয়েছেন নিতু সিং।

ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, অল্প বয়সী ঋষি কাপুর জন্মদিনে মোমবাতি নেভাচ্ছেন। সেখানে লেখা, “স্মরণে। আজ বেঁচে থাকলে ৭২ বছর হত”। পুরোনো ছবি শেয়ার করেছেন ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমাও।

   
 ⁠

জানা যায়, ১৯৭৪ সালের জাহরিলা ইনসান ছবির সেটে আলাপ হয় তাঁদের। যদিও তখন অন্য কাউকে ডেট করছিলেন ঋষি। এরপর বন্ধুত্ব তৈরি হয় নীতুর সঙ্গে। ঘনিষ্টতা বাড়ে দুজনের মধ্যে। প্রেমের গল্প শুরু হয়।

  
 ⁠

১৯৮০ সালে ২২ জানুয়ারি আরকে হাউজে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। আমন্ত্রিত ছিলেন বলিউডের বহু তারকা। চাঁদের হাট বসেছিল সেদিন আরকে হাউজে।নীতু সিং তাঁর স্বামীকে প্রতিটি কঠিন মুহূর্তে সমর্থন করেছেন এবং ঋষি কপুরের সমর্থনে পাশে থেকেছেন।

আশির দশকে রোমান্টিক হিরো বলতে যাঁদের নাম উপরের তালিকায় উঠে আসতো তার মধ্যে অন্যতম ছিলেন ঋষি কাপুর। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তার বেশ কিছু ছবি এখনো চির নতুন।

শেষ বয়সের তাঁর চারটি ছবি ছিল এক কথায় অসাধারণ। দো দুনি চার, ডি ডে, কাপুর এন্ড সন্স এবং শর্মাজি নমকিন। এই চারটি সিনেমায় জীবনের দ্বিতীয় ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। এর মধ্যে শর্মাজি নমকিন মুক্তি পায় তাঁর মৃত্যুর দুই বছর পর অর্থাৎ ২০২২ সালে। এই ছবিতেই জুহি চাওলার সঙ্গে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ঋষি কাপুরকে।