গসিপ

তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ৬ মাসের মধ্যেই চতুর্থ বিয়ে নোবেলের! নতুন বউয়ের সঙ্গে দিলেন চুম্বনের ছবি

বাংলাদেশি গায়ক মইনুর আহসান নোবেল, কোনও না কোনো কারণে সব সময়ই চর্চার শিরোনামে তিনি। বিতর্কিত মন্তব্য করে হোক বা ব্যক্তিগত কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চর্চায় থেকেছেন তিনি। এবার চতুর্থ বিয়ে করলেন এই বাংলাদেশি গায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি।

মাত্র ছয় মাস আগেই তৃতীয় স্ত্রী সালসাবেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। আর এর মধ্যেই চার নম্বর বিয়ে সেরে ফেলেছেন তিনি। নতুন স্ত্রীকে কোলে নিয়ে চুমু খাওয়ার ছবি পোস্ট করেছেন গায়ক। তাঁর এই স্ত্রীর নাম ফারজান আরশি। পেশায় তিনি একজন ফুড ব্লগার। জানা গিয়েছে, আরশিরও এটা দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামীও ফুড ব্লগার ছিলেন। তবে তার সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কিনা সেই বিষয়ে কোনও খবর পাওয়া যায় নি।

নোবেলের প্রথম স্ত্রীর নাম ছিল রিমি। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক আত্মীয়কে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসারও টেকেনি। এরপর সালসাবেলের সঙ্গে বিয়ে হয় নোবেলের। তবে গায়কের আচরণের কারণে সেই সম্পর্কেও তিক্ততা আসতে বেশি সময় নেয়নি।

সালসবেল জানিয়েছেন, নোবেল মাদক নেন। মাদক সেবন করলে নোবেল এক অন্য মানুষ। আর মাদক না নেওয়া নোবেলের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। দিনে প্রায় ৪ লাখ টাকার কাছাকাছি মাদক তিনি সেবন করে থাকেন বলেই এদিন জানান তাঁর স্ত্রী।

তাঁর এই প্রাক্তন স্ত্রী আরও জানিয়েছিলেন, নোবেল এতটাই মাদকাসক্ত যে সে সকলকেই মারধর করত। এমনকি নিজের মা কেও এমন মেরেছিল যে তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। এই ঘটনায় তাঁর উপর ক্ষুব্ধ পরিবার। জানা যায়, নোবেলের বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছিলন ঘটনার পর।

Back to top button