গসিপ

জিতুকে ছাড়া কেমন আছেন নবনীতা? ছবি পোস্ট করে কী বার্তা দিলেন অভিনেত্রী?

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। যখন জল্পনা চলছে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে। এরমধ্যেই এই দম্পতির একের পর এক পোস্ট যেন আরও জল্পনা বাড়াচ্ছে। যত দিন এগচ্ছে ততই তাঁদের প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ নিয়ে চর্চা জোরাল হচ্ছে।

সম্প্রতি একটি সেলফি দিয়েছেন অভিনেত্রী। ছবিটা দেখে মনে হচ্ছে পুরনো। ক্যাপশনে লেখা শুধু একটাই কথা, ‘শান্তি’। ছবিতে দেখা যাচ্ছে, দুধ সাদা পোশাক, চোখে সাদা ফ্রেমের চশমা আর পিছনে পাহাড়ি সৌন্দর্য।এই দেখেই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কি জিতুকে ছেড়ে ভালই আছেন নবনীতা? যদিও এই জল্পনার নিরসন হয়নি।

এদিকে কিছুদিন আগে সাদাকালো পুরনো ছবি দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, এটি তাঁর ১০ বছরের পুরনো একটি ছবি। কিন্তু, তারকা জুটির ভক্তদের দাবি, নবনীতাকে ছাড়া আজ জিতুর জীবন বেরঙিন!

এদিকে জল্পনা উঠেছিল শ্রাবন্তীর জন্য তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে কিনা। তবে এই গোটা বিষয়ে এদিন ফেসবুক লাইভে এসে নিজের মত প্রকাশ করেন নবনীতা। অভিনেত্রী স্পষ্টতই বলেন, ডিভোর্সের সিদ্ধান্ত সম্পূর্ন তাঁদের নিজের। এখানে কোনও ভাবেই তৃতীয় ব্যক্তির আগমনের কোনও বিষয় নেই। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গে তার সুম্পর্ক রয়েছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় যখন নবনীতা গিয়েছিলেন, তখন তাঁরা একসঙ্গে বসে চিপস খেয়েছেন।

অভিনেত্রী আরও জানিয়েছেন, ডিভোর্স হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে। রাস্তায় দেখা হলে কেউই কখনও মুখ ঘুরিয়ে চলে যাবেন না। স্বামী স্ত্রী হিসেবে তাঁদের সম্পর্ক না থাকলেও বন্ধুত্বপূর্ন সম্পর্ক থেকে যাবেই। জিতুর সঙ্গে তাঁর কোনও প্রফেশনাল ইগোও নেই। বরং বিয়ের ফুলে কাজ শুরু আগে ফোনে জিতুর থেকে টিপসও নিয়েছেন।

Back to top button