বাঙালি না হয়েও বাংলা সিরিয়ালের পর্দা কাপাচ্ছেন এই অভিনেতা-অভিনেত্রীরা! এক ঝলকে রইল তালিকা

Updated on:

বাঙালি না হয়েও বাংলা সিরিয়ালের পর্দা কাপাচ্ছেন এই অভিনেতা-অভিনেত্রীরা! এক ঝলকে রইল তালিকা

বাঙালি না হয়েও বাংলা সিরিয়াল জগতে দাপিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকজন অবাঙালি অভিনেতা অভিনেত্রী। তাদের ভাষা চলন বলনে এতটাই বাঙালিয়ানা রয়েছে যে দেখে বোঝার উপায় নেই তারা কেউই বাঙালি নন। আজ খোঁজ দেব এমনই সাতজন ও বাঙালি অভিনেতা-অভিনেত্রীর।

প্রথমেই যার নাম বলবো তিনি হলেন পর্দার গুড্ডি। তার ভালো নাম শ্যামৌপ্তি মুদলি। তাকে দেখে আদ্যোপান্ত বাঙালি মনে হলেও তা নয়। তিনি একজন অবাঙালি।

   
 ⁠

এরপরেই রয়েছে অত্যাধিক জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। অসমীয়া এই অভিনেতা বাংলায় কাঁপিয়ে বেড়াচ্ছেন। ইষ্টি কুটুম সিরিয়াল থেকে তিনি একেবারে হয়ে উঠেছেন মধ্যবিত্তের ঘরের ছেলে।

  
 ⁠

গ্রামের রানী বীণাপাণি সিরিয়ালে অভিনয় করে তাক লাগিয়েছেন অ্যানমেরি টম। কেরালায় জন্মগ্রহণ করেছেন এই অভিনেত্রী। তার বাবা কেরলের হলেও বাঙালি। আর অভিনেত্রীর বড় হয়ে ওঠা তার মামার বাড়ি ব্যারাকপুরে।

‘কে আপন কে পর’ এর জবা কে মনে আছে নিশ্চয়ই। তিনিও কিন্তু বাঙালি নন। পল্লবী শর্মা, নিজের দুঃখর অভিনয়ের মাধ্যমে হাজার হাজার মানুষের মন জয় করেছেন। তার বাংলা বলার ধরন দেখলে কোনভাবেই বোঝা যায় না যে তিনি জন্মসূত্রে অবাঙালি।

স্ত্রী সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন নেহা আমনদীপ। এই অভিনেত্রী ও জন্মসূত্রে অবাঙালি। বহুদিন তাকে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই কাম ব্যাক করতে চলেছেন অভিনেত্রী।

এরপরেই রয়েছেন জনপ্রিয় অভিনেতা ক্রুশল আহুজা। রানু পেল লটারি বা কি করে বলবো তোমায় একাধিক সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতার গুণে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা। অবাঙালি এই অভিনেতা বাংলার পাশাপাশি হিন্দি ধারাবাহিক ও অভিনয় করেছেন।

একেবারে শেষে যার নাম না করলেই নয় তিনি হলেন ধূলকণা সিরিয়ালের চড়ুই। নিজের অভিনয় দক্ষতার গুনে খুব সহজেই দর্শকদের মন জয় করেছেন শ্বেতা মিশ্র। জন্মসূত্রে এই অভিনেত্রীয় কিন্তু বাঙালি নন। কিন্তু তার চলন-বরণ এবং কথার ধরনে কখনোই বোঝা যাবে না যে তিনি অবাঙালি।