ভাইরাল

বাবা খ্রিষ্টান, মা মুসলিম! ভগবান কৃষ্ণের প্রেমে মেয়ে বৈষ্ণব, এক অভিনব গল্প বললেন মায়াপুরের সন্ন্যাসিনী

কৃষ্ণের প্রেমের টানে মায়াপুরে বিদেশি সন্ন্যাসিনীদের ছড়াছড়ি। এদের একেক জনের গল্পও অভিনব। কেউ পরিবার পরিজন কে ছেড়ে এসে রয়েছেন আবার কেউ হয়তো ঘুরতে এসে কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে থেকেই গেছেন। এই রকমই নিজের জীবনের গল্প বললেন এক সন্ন্যাসিনী।

বিদেশি এই সন্ন্যাসিনীর নাম মহিমা। জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন তিনি। সেখানেই জানালেন নিজের জীবনের কথা। রচনার সঙ্গে শেয়ার করলেন নিজের মা বাবা পরিবারের কথাও।

মহিমা বলেন, তাঁর নাম মাধুরী মহিমা। ওই নাম তাঁকে তাঁর গুরু দিয়েছিলেন। তবে নিজের বাবা মায়ের দেওয়া আসল নামটি হল জুলিয়া খরিতনুয়া। এরপরেই সঞ্চালিকা তার মাধুরী মহিমা হয়ে ওঠার কাহিনী জানতে চান।

মহিমা তখন জানান, তিনি পেশায় অভিনেত্রী। তাঁর গুরুর সঙ্গে মায়াপুর আসেন তিনি।মায়াপুরে গিয়ে তাঁর সব স্বপ্ন পূরণ হয়েছে। এখন মায়াপুরের তরফে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কাজে অংশ নেন তিনি। শ্রীমৎ ভাগবত থেকে বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেন।

এরপরেই নিজের পরিবার সম্বন্ধে বলতে গিয়ে মহিমা জানান, “আমার মা মুসলিম, আমার বাবা ক্রিশ্চান। আমি যখন ছোট ছিলাম, তখন আমি ক্রিশ্চন ছিলাম, আবার আমার বোন মুসলিম ধর্মালম্বী ছিল। ভিন্ন ধর্ম, তবে আমি বুঝেছিলাম, ঈশ্বর আসলে এক”।

https://fb.watch/mX1toe0iYX/

তিনি আরও বলেন, “যখন আমি কৃষ্ণমন্দিরে গিয়ে হরেকৃষ্ণ, তখনই অনুভূতি হত, আমি এটাই চাই, এখানেই থাকতে চাই। তারপর থেকে গুরুর কাছে দীক্ষা নিয়ে ইসকনেই থেকে যাই”। তবে বাড়ির জন্য মন কেমন করলে তিনি মাঝে মাঝে রাশিয়া যান বলেও জানান।

Back to top button