প্রায় ৩ বছরের সম্পর্ক! কেন অভিনেত্রীর সঙ্গে যশের বাবা-মা’র ছবি নেই! জবাব দিলেন নুসরত

নুসরাত জাহান এবং যশ তাদের সম্পর্ক নিয়ে বহুল চর্চা হয়েছে টলিপাড়ায়। এমনকি গোটা সোশ্যাল মিডিয়াতেও তাদের সম্পর্ককে পরকীয়ার তকমা দেওয়া হয়েছিল। নানান বিতর্ক তৈরি হয়েছিল এই সম্পর্ক নিয়ে। কিন্তু সে সমস্ত কিছু কাটিয়ে এখনো একসাথে রয়েছেন তারা। কেটে গেছে প্রায় তিন বছর। কিন্তু এর মধ্যে একবারও যশের বাবা মায়ের সঙ্গে ছবি দিতে দেখা যায় নি নুসরতকে। এরপরেই প্রশ্ন উঠছে তবে কি নুসরতের সঙ্গে তাঁদের সম্পর্ক ভালো নয়?
শুক্রবার শ্যুটিং-এর ফাঁকেই অনুরাগীদের সামনে হাজির তিনি। প্রশ্ন উত্তরের খেলার ফাঁকেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এদিন এক ভক্ত তাঁকে প্রশ্ন করে বসেন,যশের মা-বাবার সঙ্গে কেন কোনও ছবি পোস্ট করেন না তিনি?
ভক্তদের অবশ্য নিরাশ করেননি তিনি। উত্তর দিয়েছেন যথাসম্ভব। অভিনেত্রী জানান , “অন্য সকল বাবা-মায়ের মতো তাঁরাও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়”। এরপরেই যশ এবং তাঁর একটি অদেখা ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
২০২০ সালের অগস্টেই শুরু হয়েছিল যশ এবং নুসরতের প্রেমকাহিনী। তার কিছু মাস পরেই অন্তঃসত্ত্বা হন নুসরত। ২০২১ সালের অগস্ট মাসে মা হন তিনি। প্রথম দিকে ছেলের পিতৃ পরিচয় সামনে না আনলেও নিজেদের সম্পর্ককে মান্যতা দিয়েছিলেন। পরে অবশ্য জানান তাঁর সন্তানের বাবা যশ।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই জুটি। তাদের প্রেমময় পোস্ট এবং ছবি সব সময় ভাইরাল হয়। তবে তাদের সম্পর্ক নিয়ে বেশ কৌতুহলী দর্শকমহল।ইতিমধ্যেই তাঁরা নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন।