একটু খাওয়া দাওয়া করুন, অপুষ্টিতে ভুগছেন! ছবি পোস্ট করতেই নুসরতকে আক্রমণ নেটিজেনদের

Avatar

Published on:

কাউকে মারতে ইচ্ছে করে.... নুসরতের পোস্ট দেখেই ক্ষেপে আগুন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় নুসরত জাহান। প্রায়ই নানান ধরনের রিলস বানিয়ে পোস্ট করেন অভিনেত্রী। প্রশংসার পাশাপাশি কটাক্ষও জোটে। এবার ঘুরতে গিয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। আর এই নিয়েই ফের সমালোচনার ঝড়।

ছবিতে দেখা যাচ্ছে, সবুজ রঙের অফ শোল্ডার টপ পড়েছেন তিনি। সঙ্গে সাদা শর্টস। স্পষ্ট তাঁর বুকের ট্যাটু। বোঝা যাচ্ছে শরীরের স্ট্রেচমার্ক। এই ছবিতেই বডি শেমিংয়ের শিকার হয়েছেন তিনি। নেটপাড়ার একাংশ নায়িকার ছবি দেখে খুবই বিরক্ত।

   
 ⁠

অশালীন মন্তব্যের পাশাপাশি কেউ লিখেছেন, “আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।” আবার কারও মন্তব্য, “ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন। ” আবার কারও মন্তব্য, “একটু খাওয়া দাওয়া করুন এত রোগা দেখতে ভাল লাগে না।”

  
 ⁠

তবে কখনই সমালোচনায় পাত্তা দেননি তিনি। কোনও দিনই কারও কথায় গুরুত্ব না দিয়ে নিজের মতোই জীবন উপভোগ করেছেন। এর আগেও অনেক বার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরতকে।