নুসরাত জাহান এবং যশ তাদের সম্পর্ক নিয়ে বহুল চর্চা হয়েছে টলিপাড়ায়। এমনকি গোটা সোশ্যাল মিডিয়াতেও তাদের সম্পর্ককে পরকীয়ার তকমা দেওয়া হয়েছিল। নানান বিতর্ক তৈরি হয়েছিল এই সম্পর্ক নিয়ে। কিন্তু সে সমস্ত কিছু কাটিয়ে এখনো একসাথে রয়েছেন তারা।
এই তারকা জুটির সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে এলো এক হাস্যকর কাহিনী। নুসরত নাকি যশ সাংসারিক জীবনে কে বেশি কিপটে? এবার এই তথ্যই এল সামনে। রহস্য ফাঁস হল দাদাগিরির মঞ্চে। ‘দাদাগিরি’-তে এসেছিলেন যশ এবং নুসরত। তাঁদের ভালোবাসা এবং খুনসুটি বেশ উপভোগ করেছিলেন দর্শক।
সেখানেই সঞ্চালক সৌরভ গাঙ্গুলি তাঁদের জিজ্ঞেস করেন এই দুজনের মধ্যে কে বেশি কিপটে?দুই জনেই হাসিমুখে কিছুটা ঠাট্টার ছলেই স্বীকার করে নেন এক্ষেত্রে এগিয়ে নুসরত। তবে আবেগে, ভালোবাসায় দুজনেই দুজনের খেয়াল রাখেন। অন্যদিকে রোমান্টিক বেশি যশ, হাসিমুখে তা স্বীকার করেছিলেন নুসরত।
সোশ্যাল মিডিয়ায় বরাবর ই সক্রিয় এই জুটি। তাদের প্রেমময় পোস্ট এবং ছবি সব সময় ভাইরাল হয়। তবে তাদের সম্পর্ক নিয়ে বেশ কৌতুহলী দর্শকমহল।ইতিমধ্যেই তাঁরা নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন।