বরাবরই বিতর্কে জড়িয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবন হোক বা অভিনয় বেশিরভাগ সময়েই চর্চার কেন্দ্র বিন্দুতে তিনি। তবে এইসব নিয়ে পাল্টা জবাবও দেন তারকা সাংসদ। এবার বডি শেমিং, মাতৃত্ব, সম্পর্ক সবকিছু নিয়েই ফের একবার মুখ খুললেন তিনি।
প্লাস্টিক সার্জারি নিয়ে একাধিক বিতর্ক রয়েছে নুসরাত জাহানকে ঘিরে। প্লাস্টিক সার্জারি করেই তিনি সুন্দরী হয়েছেন এমনটাই দাবী নেটিজেনদের একাংশের। তবে এই জল্পনা কতটা সত্যি তা নিয়ে এবার অকপট নুসরাত জাহান।
নুসরাত জাহান জানিয়েছেন, অনেকেই মনে করেন তিনি হয়তো নাকের প্লাস্টিক সার্জারি করেছেন। কিন্তু এই বিষয়টি সত্যি নয় বলেই এদিন দাবি করেন তিনি। বলেন, তিনি কোন রকম ভাবেই নাকের সার্জারি করাননি। বরং হরমোনের ভারসাম্যের কারণে তার নাক বড় হয়ে গিয়েছিল, চামড়ার রঙ বদলে গিয়েছিল। তবে তার সন্তান জন্মের পর তা আবার ধীরে ধীরে আগের মতো হয়ে গিয়েছে।
তিনি জানান তাকে তার এই নাকের কারণে কটাক্ষের শিকার হতে হয়েছিল। মানসিকভাবে যদি তিনি শক্ত না থাকতেন তাহলে তিনি ঘুরে দাঁড়াতে পারতেন না। একদম শেষে তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, “এটা আমার জীবন তাই যা করেছি একদম ঠিক করেছি, আমার জীবন আমি সিদ্ধান্ত নিয়েছি”।