কথায় আছে টলিউডের নায়িকারা কখনো ভালো বন্ধু হন না। কিন্তু অতীতে দেখা গিয়েছে নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী একেবারে বন্ধু থেকে বনুয়া হয়ে উঠেছিলেন। কিন্তু সেই বন্ধুত্বেও চির ধরেছে। তবে এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁদের পুরনো সমীকরন দেখা যাচ্ছে।
শাশ্বত চট্টোপাধ্যায়ের অপুর সংসার টক শোতে এসেছিলেন নুসরত ও মিমি। সেখানের এক ভিডিওই ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে দুজনে দুজনের একের পর এক অজানা কথা বলছেন।
নুসরতের গোপন কথা বলতে গিয়ে মিমি জানান, “নুসরত খুব সহজেই ঘুমিয়ে পড়তে পারেন। মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়। ভুলেই যায় ও নায়িকা, ওকে সংলাপ বলতে হবে। হঠাৎ করে রোলিং বলার সঙ্গে সঙ্গে খুব সহজেই ও প্রশ্ন করতে পারে, আমায় কী যেন করতে হবে”। এমনকি মায়ের কাছে কেস খাওয়ার থেকেও নুসরত তাঁকে বাঁচিয়েছেন বলে জানান তিনি।
একসময়ে দেখা গিয়েছিল নুসরত ও মিমি বন্ধু থেকে বনুয়া হয়ে উঠেছিলেন। তবে দুই ‘বোনুয়া’র সেই রসায়ন যে আজ খানিক ফিকে সে কথা প্রায় সকলেরই জানা। যোগাযোগ প্রায় নেই বললেই চলে। দুজনের রাজনীতিতেও পা দেওয়া ছিল একই সঙ্গে।