কপি ক্যাট, ঠোঁটে তো মৌমাছি কামড়েছে! দীপিকার নকল করে ভিডিও করতেই তুমুল ট্রোল নুসরত

সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় নুসরত জাহান। প্রায়ই নানান ধরনের রিলস বানিয়ে পোস্ট করেন অভিনেত্রী। প্রশংসার পাশাপাশি কটাক্ষও জোটে। এবার দীপিকা পাড়ুকোনকে নকল করে ফের কটাক্ষের শিকার হতে হল তাকে।
ওয়ামিকা গাব্বির একটি সংলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই সংলাপের সঙ্গে রিলস বানিয়েছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে দীপিকার। তাতে কফি উইথ করণ এই শো তে এসে দীপিকা রণবীরের সঙ্গে প্রেম চলাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এমনটা জানান। কিন্তু শেষ পর্যন্ত রণবীরের কাছেই ফেরত আসেন। এতেই শুরু হয়ে যায় সমালোচনা। আর তারপরেই এই রিলস দেখে মনে করছেন নেটিজেনরা হয়ত সমলোচনার জবাব দিয়েছেন তিনি।
এবার সেই ভিডিওই নকল করে ভিডিও বানালেন নুসরত। নুসরত জাহানের মুখে শোনা গেল। “আহা কী সুন্দর! কী মার্জিত! দারুণ দেখাচ্ছে”। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “এটা তো করে দেখতেই হতো…বেশ মজার ব্যাপার”।
আর এই ভিডিও দেখেই কটাক্ষের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, “দীপিকাকে নকল করবে এবার সবাই”। আরেকজন আবার লেখেন, “দীপিকা পাড়ুকোন দেখে খেপেছে। কপি ক্যাট। ঠোঁটে তো মৌমাছি কামড়েছে”।