বিনোদন

ছেলে পা দিল দুই বছরে! জন্মদিনের ছবি শেয়ার করে অনুরাগীদের কাছে কী আবেদন করলেন নুসরত?

দু বছর বয়সে পা দিল নুসরাতের ছেলে ঈশান। ছেলের জন্মদিনে বিশেষ ছবি শেয়ার করে অনুরাগীদের কাছে বিশেষ আবেদন করলেন অভিনেত্রী। একমাত্র ছেলের জন্মদিনের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন তিনি।

২০২১ সালের ২৬ আগস্ট জন্ম হয় ঈশানের। আর ঠিক আগে তার আগের মুহূর্তেই নুসরাতের প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে তার। এরপরই যশের সঙ্গে সংসার বাঁধেন তিনি। ছেলের পিতৃপরিচয় হিসেবে যশের নামই নথিভুক্ত করেন সব জায়গায়।

নিখিলের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এখন যশের সঙ্গে সংসার করছেন নুসরাত। ছেলেকে লাইম লাইট ও সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রেখেছেন নুসরত। কালেভদ্রে ছবি শেয়ার করেন। হ্যাঁ, ২৬ আগস্টের কথা আলাদা। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা।

এবার ছেলের দ্বিতীয় বর্ষের জন্মদিনে সেই ছবি আপলোড করে অনুরাগীদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করলেন তিনি। ছবি শেয়ার করেই নুসরত লিখেছেন, “ঈশানের ২ বছর। আপনাদের আশীর্বাদ চাই।”

Back to top button