তৃতীয় ব্যক্তির প্রবেশ! তবে কি এবার ভাঙনের মুখে নুসরত-যশের দাম্পত্য?

Published on:

তৃতীয় ব্যক্তির প্রবেশ! তবে কি এবার ভাঙনের মুখে নুসরত-যশের দাম্পত্য?

এবার গুঞ্জন ছড়ালো নুসরত ও
যশের বিচ্ছেদ নিয়ে। শোনা যাচ্ছে সম্প্রতি তাদের মধ্যে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না। আর এই অশান্তির কারণ তৃতীয় ব্যক্তির আগমন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই তৃতীয় ব্যক্তি নাকি যশের প্রাক্তন। তার হঠাৎ উপস্থিতিতেই নাকি নুসরাত ও যশের সম্পর্কের অবস্থা টালমাটাল।

অভিনেতার কাছাকাছি এসেছেন তাঁর ‘প্রাক্তন’, ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝা। টি সিরিজের প্রযোজনায় তৈরি যশ হিন্দি ছবির কাজে মুম্বই গিয়েছিলেন, তখনও তাঁর সঙ্গেই যান পুনম। এই নিয়েই নাকি অশান্তি এখন চরমে।

   
 ⁠

শোনা যায়, যশের প্রথম পক্ষের ছেলে রেয়াংশের সঙ্গে যোগাযোগ রয়েছে পুনমের। তবে রেয়াংশের সঙ্গে নুসরতের তেমন যোগাযোগ নেই। যদিও নুসরাত চান রেয়াংশের সঙ্গে পুনামের যোগাযোগ থাকলেও কোনোভাবেই যেন যশের সঙ্গে পুনামের যোগাযোগ না থাকে।

  
 ⁠

টলিউডের গুঞ্জন আড়ি ছবির প্রোমোশনের সময় থেকেই এই অশান্তি শুরু হয়েছিল। কিন্তু ছবির খাতিরে সেই বিষয়টি তারা কাউকে বুঝতে দেননি। কিন্তু এখন দূরত্ব বাড়ছে। যদিও এই দম্পতি চান আরও একবার নিজেদেরকে সময় দিতে।