সিনেমা

বৃষ্টি ভেজা শহরে ‘মেন্টাল’ জুটি! ভিডিও শেয়ার করে হইচই ফেলে দিলেন যশ-নুসরত

নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন যশ এবং নুসরাত। এবার সেই প্রযোজনা সংস্থারই প্রথম ছবির শুটিং শুরু হল। ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে খোদ যশ এবং নুসরাতকে। বৃহস্পতিবার কলকাতার রাস্তায় শুরু হল সেই নতুন ছবির শুটিং।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন এই দম্পতি। সেখানেই শুটিংয়ের ভিডিও দিয়েছেন তাঁরা। তাদের নতুন ছবি আসতে চলেছে ‘মেন্টাল’। এই ছবিতেই অভিনয় করছেন যশ নুসরাত দুজনেই। সেই ছবিরই শুটিং শুরু হল।

যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। ছবিতে তাঁকে ডায়লগ বলতে শোনা গেছে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।” পুলিশের ভূমিকায় কতটা ভালো অভিনয় করেন অভিনেতা সেটাই এখন দেখার।

এদিকে,এই ছবিতে দেখা যাবে নাগিন ধারাবাহিকের বিখ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও।ছবির পরিচালনায় বাবা যাদব। এই ছবির জন্য যশ-নুসরতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন তাঁরা। নাম দিয়েছেন YD Films Social।

Back to top button