বিনোদন

চলতি বছরেই বিয়ে হত ঐন্দ্রিলা-সব্যসাচীর! আত্মজার মৃত্যুবার্ষিকীতে স্মৃতির অতলে ডুবলেন মা

আজ সেই ২০ নভেম্বর। গত বছর এই অভিশপ্ত দিনেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছরেই থেমেছিল জীবন যুদ্ধ। মেয়ের এক বছরের মৃত্যু বার্ষিকীতে চোখের জলে স্মৃতি রোমন্থন করলেন মা শিখা শর্মা।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলা শর্মার মা জানিয়েছেন, “২০২৩ এর মার্চ মাসে সব্যসাচীর সঙ্গে ওর বিয়ের কথা ছিল। সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেটা আর হল না। শুধু রেজিস্ট্রি ম্যারেজ করে, খুব কাছের লোকজনকে খাওয়াতাম। কিন্তু কিছুই আর হল না”।

ঐন্দ্রিলা শুধুমাত্র যে বাংলার তারকা তাই নন তিনি একজন জীবন যোদ্ধা। অল্প বয়সে তার লড়াই দেখেছে গোটা বাংলা। তবে অবশেষে জীবন যুদ্ধের কাছে হার মেনে ঐন্দ্রিলা পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।

ছোট থেকেই হাসি খুশি ঐন্দ্রিলা কে কাবু করে ফেলেছিল ক্যান্সার। তবে প্রথম দুবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফিরে এলেও তৃতীয়বার আর সেই লড়াই জিততে পারলেন না তিনি। এই মারণ রোগের থেকেই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর আর সেখান থেকেই দীর্ঘ লড়াইয়ের পর ঢলে পড়েন মৃত্যুর কোলে।

তিনি একা নন কয়েক সপ্তাহ ধরে লড়াই করেছিল গোটা হাসপাতাল। ঐন্দ্রিলা সাথে লড়ে গিয়েছিল তার পরিবার এবং প্রেমিক সব্যসাচী চৌধুরী। কিন্তু সব আসার আলোকে নিরাশ করে মাত্র ২৪ বছর বয়সেই মৃত্যু হয় এই অভিনেত্রীর। গত বছর ২০ নভেম্বর চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন তিনি।

তবে তার স্মৃতি আগলে এখনো অভিনেত্রীকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রেখেছেন তার মা দিদি প্রেমিক। মাঝেমধ্যেই নায়িকার বিভিন্ন ছবি ভিডিও ফুটে উঠে তার দিদি ও মায়ের সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ছোট বোনের ছোটবেলার ছবি দিয়ে একটি বিল বানিয়েছেন তার দিদি ঐশ্বর্য শর্মা। সেখানেই ফুটে উঠেছে আগের নানান ছোট ছোট খুশির মুহূর্ত।

Back to top button