আমার মনের মধ্যে সারাজীবন! প্রয়াত বাবার ছবি দিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রীর, চেনা যাচ্ছে এই ছোট্ট মিষ্টি মেয়েকে?

ছোটবেলার ছবি মানেই নস্টালজিয়া। আর সেই ছবিতে যদি হারিয়ে যাওয়া প্রিয়জন থাকে তাহলে তো সেই ছবি যেন আরও কাছের হয়ে ওঠে। এবার তেমনই এক ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী। বাবা মায়ের সঙ্গে ছোট বেলার এক ছবি আপলোড করেছেন এই খুদে বালিকা। দেখে কি চেনা যাচ্ছে তাঁকে?
মাথায় কাউ হ্যাট। বেজার মুখে মায়ের কোলে চড়ে রয়েছেন তিনি। পাশে দাঁড়িয়ে বাবা। ছোটবেলায় কোথাও ঘুরতে গিয়ে এই ছবি তুলেছিলেন নায়িকা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমার মনের মধ্যে সারাজীবন।” বেশ কিছু বছর আগে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর বাবার।
ইনি হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। টলিউডের জনপ্রিয় মুখ। ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করলেও বড়পর্দায়ও কাজ করেছেন তিনি। ম্যাজিক’, ‘লাভ ম্যারেজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
টলিউডের এক মিষ্টি জুটি অঙ্কুশ ঐন্দ্রিলা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। তাদের সম্পর্ক নিয়ে কোনদিনই কোন কারচুপি ছিল না। তাদের এই মিষ্টি সম্পর্ক বারবারই প্রকাশ্যে এসেছে। এবার তারা কবে বিয়ে সারছেন সে বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
অভিনেত্রী আগেও জানিয়েছিলেন, আইনি মতে তারা এই বছরই গাঁটছড়া বাঁধতে চলেছেন। তারা চান তাদের বিয়েতে টলিপাড়ার সমস্ত কাছের মানুষ যেন তাদের সঙ্গে থাকেন। তাই সকলের সুবিধা মত সময় দেখে নিয়ে বিয়ের দিন ঠিক করবেন। এদিকে ডিসেম্বর ও জানুয়ারি মাস ছাড়া তাদের বিয়ে করা যাবে না। সবকিছু দেখে নিয়েই ঠিক হবে তারিখ।
তবে এই বছর আইনি মতে তারা বিবাহ সারবেন জানালেও চূড়ান্ত তারিখ এখনো প্রকাশ করেননি কেউ। তবে জানা গিয়েছে এ বছর নিজের একটি ছবি প্রযোজনা করতে চলেছেন অঙ্কুশ। তাই কাজের চাপে বিয়ের তারিখ আরো পিছিয়ে যাবে কিনা সেটাই এখন প্রশ্নের মুখে।