নতুন করে পুরোনোকে খোঁজা! চলতি মাসেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ পুরোনো হিন্দি সিনেমা

Avatar

Published on:

নতুন করে পুরোনোকে খোঁজা! চলতি মাসেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ পুরোনো হিন্দি সিনেমা

কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। তেমনি কিছু সিনেমার মাহাত্মই যেন আলাদা। তাইতো আবার বলিউডের বেশ কিছু সিনেমা নতুনভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই সেপ্টেম্বর মাসেই বলিউডের বেশ কিছু কিংবদন্তি সিনেমা আবার নতুন করে হলে দেখা যাবে।

মাধুরী দীক্ষিতের সেই এক দো তিন গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ আজও সকলের মনে একইভাবে জায়গা ধরে রেখেছে। এটি যে ছবির গান সেই তেজাব ফের একবার আসতে চলেছে প্রেক্ষাগৃহে। ঐশ্বর্য্য রাই বচ্চন, অক্ষয় খান্না, ও অনিল কপূর, অভিনীত ‘তাল’ ছবিটিও মুক্তি পেতে পারে চলতি মাসেই।

   
 ⁠

চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খান ও মহিমা চৌধুরী অভিনীত ছবি ‘পরদেশ’- এর। যতদূর জানা গিয়েছে ২০ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই ছবি মুক্তি পেতে পারে। এছাড়াও প্রীতি জিন্টা, রানি মুখোপাধ্যায়, অভিনীত ছবি বীর জারাও নতুন করে মুক্তির অপেক্ষায় রয়েছে। সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ মুক্তি পাচ্ছে এই ছবি।

  
 ⁠

২০০১ সালে মুক্তি পায় ‘রহেনা হ্যায় তেরে দিল মে’। আর মাধবন ও দিয়া মির্জা অভিনীত এই ছবি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে ৩০ অগাস্ট এই ছবি মুক্তি পেয়েছে।

একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে।