সামনেই আসছে ভালোবাসার সপ্তাহ। যতই নতুন নতুন ভালবাসার ছবি বেরোক ওল্ড ইজ গোল্ড এই কথা যেন একদম চিরাচরিত। তাই ভালবাসার সপ্তাহে নতুন করে আবার মুক্তি পাচ্ছে পুরোনো দিনের কালজয়ী প্রেমের ছবিগুলো।
প্রেমের সপ্তাহে বলিউডের একাধিক কাল্ট ক্লাসিক ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এই তালিকায় রয়েছে অমিতাভ রেখার সিলসিলা। এই ছবি করার পর আর কোনও ছবিতেই এই জুটিকে দেখা যায়নি। কেটে গেছে ৪৪ বছর। এতদিন পর এই চর্চিত জুটিকে আবার বড় পর্দায় দেখার সুযোগ পেতে চলেছেন দর্শকরা। ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘সিলিসিলা’।
এছাড়াও এই তালিকায় রয়েছে, শ্রীদেবী-ঋষি কাপুরের চাঁদনি, রাজ কাপুর-নার্গিসের আওয়ারা। আগামী ২১ ফেব্রুয়ারি পিভিআর ও আইনক্স প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ২৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজেশ খান্নার আরাধনা।
মূলত, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অধীনে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া দ্বারা পুনরুদ্ধার করা চার হাজার সংস্করণ সহ বলিউডের পুরানো কাল্ট ক্লাসিকগুলি বড় পর্দায় পুনরায় মুক্তি পেতে চলেছে।