ইংরেজির প্রতি অমোঘ টান! রোজ তিন কিলোমিটার হেঁটে স্কুলে যান৭৮-এর বৃদ্ধ

Avatar

Published on:

ইংরেজির প্রতি অমোঘ টান! রোজ তিন কিলোমিটার হেঁটে স্কুলে যান৭৮-এর বৃদ্ধ

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভাইরাল হয় যা দেখে মন যেমন ভরে যায় তেমনই অনুপ্রেরণাও যোগায়। এবার তেমনই এক কাহিনী ভাইরাল হয়েছে। এক ৭৮ বছরের বৃদ্ধের এই কাহিনীকে কুর্নিশ জানিয়েছে গোটা নেট দুনিয়া।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ৭৮ বছর বয়সে এক ব্যক্তি নবম শ্রেণীর পড়ুয়াদের সঙ্গে বসে একসঙ্গে ক্লাস করছেন। তিনি প্রতিদিন ৩ কিলোমিটার করে হেঁটে স্কুলে যাতায়াত করেন। তাঁর অদম্য ইচ্ছেকে কুর্নিশ জানিয়েছে গোটা নেট দুনিয়া।

   
 ⁠

জানা যায়, পূর্ব মিজোরামের বাসিন্দা ওই বৃদ্ধ ব্যক্তির নাম লালরিং থারার। ইংরাজীর প্রতি তাঁর অগাধ ভালবাসার কারণেই তিনি আবার স্কুলে ভর্তি হয়েছেন। খবরের কাগজ, কিংবা বই, সংবাদ শুনে কিছু কিছু ইংরেজী শিখেছেন তিনি। কিন্তু সেই দক্ষতাকে আরও কয়েক গুণ বাড়াতে বিদ্যালয়ে ভর্তি হন তিনি।

  
 ⁠

১৯৪৫ সালে ভারত-মায়নামার সীমান্তের কাছে খুয়াংলেং গ্রামে জন্ম তার। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।বর্তমানে তিনি একটি গির্জার নিরাপত্তারক্ষীর কাজ করেন। বৃদ্ধ বয়সে এসে তিনি তাঁর মনের কোণে লুকিয়ে থাকা ইচ্ছা পূরণ করতে চান।