এক টুকরো শালপাতায় সম্পূর্ন সৌরভ! বাঁকুড়ার যুবকের প্রতিভায় মুগ্ধ দাদা, ফের ভাইরাল ভিডিও

কিছু কিছু প্রতিভা হয় একেবারেই ভগবান প্রদত্ত। সেই প্রতিভা কোনভাবেই লুকিয়ে রাখা যায় না। আর প্রতিভা প্রকাশ পেলেই তা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক যুবকের শিল্পকর্ম পুনরায় ভাইরাল হয়েছে। যা দেখলে মুগ্ধ হবেন আপনিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক শালপাতা কেটে সৌরভ গাঙ্গুলির অবয়ব তৈরি করেছেন। তাঁর এই শিল্প নৈপুণ্য নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাঁকুড়ার এই যুবকের নাম রুপম রায়।
😍 Awesome 😍
Incredible artwork by #RupamRoy. pic.twitter.com/WzKMa19fPV— Krishnendu Sinha (@sachinlover1990) October 18, 2019
জয়পুর ব্লকের দিগপাড় গ্রামের বাসিন্দা। সবে স্নাতক পাশ করেছে। বাবা কৃষক। অর্থাভাবে পড়াশোনা আর এগিয়ে নিয়ে যেতে পারেননি রূপম। ছোটবেলা থেকে আঁকিবুঁকিতে ঝোঁক তাঁর। কাঁচা শালপাতা কেটে কেটে তাতে রূপম ফুটিয়ে তোলেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এরপর প্রিয় মানুষের অবয়বও তৈরি করে ফেললেন তিনি।
নিজের এই শিল্পকর্ম ফেসবুকে পোস্ট করেন রূপম। নজর কাড়ে অনেকের। যাঁর মধ্যে উল্লেখযোগ্য বোর্ড সচিব অভিষেক ডালমিয়া। রূপমের কাজ দেখে তিনি নিজেই তাঁকে এসএমএস করেন। সৌরভের প্রতিকৃতি সম্বলিত পাতাটি নিয়ে কলকাতায় আসতে বলেন। এরপর সৌরভের সঙ্গে দেখা করে নিজের সৃষ্টি মহারাজের হাতে তুলে দেন স্রষ্ঠা।
এই ভিডিও ২০১৯ সালের। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে সেটি। একটি শালপাতায় ব্লেড দিয়ে কেটে সৌরভ গাঙ্গুলির মুখের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এই যুবক। যাঁর শিল্পকর্ম দেখে মুগ্ধ না হয়ে পারেননি স্বয়ং সৌরভও।