সিনেমা

পঙ্কজ ত্রিপাঠীকে সাহায্য করতে এগিয়ে স্বয়ং মহাদেব! আসল ব্যাপার টা কী?

বিপদে পড়েছেন পঙ্কজ ত্রিপাঠি। তাকে সাহায্য করতে এগিয়ে এলেন স্বয়ং মহাদেব। এই ঘটনায় অবাক হলেও সত্যি। তবে পুরো বিষয়টি ঘটেছে সিনেমায়। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ও মাই গড সিনেমার সিকুয়েল। আর তাতেই দেখা গিয়েছে এই দৃশ্য।

অক্ষয় কুমার, ইয়ামি গৌতম, এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবিটি ২০১২ সালে কমেডি-ড্রামা ওহ মাই গড-এর একটি সিক্যুয়েল। প্রথম সিনেমার পরই দর্শকরা চাইছিলেন তার একটি সিকুয়েল ছবি আসুক। সেই মতোই সিকুয়েল তৈরি করা হয়েছে, ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে প্রথম লুক। মঙ্গলবার রাতে প্রকাশ পেয়েছে টিজার। আর এতেই খুশি দর্শক মহল।

ছবিতে পরেশ রাওয়াল কে নাস্তিকের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে, পঙ্কজের চরিত্রটি ঈশ্বরে বিশ্বাসী। ভগবান শিব তাঁর ভক্তকে সাহায্য করার গল্পটি কীভাবে ফুটে উঠবে তা দেখার জন্যও অপেক্ষা করছে সকলে।অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

ও মাই গড সিনেমার প্রথম পার্টে অক্ষয় কুমার কে কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই সিকুয়েলে তাকে মহাদেবের চরিত্রে দেখা যাবে। একইসঙ্গে, সিনেমাটিতে অরুণ গোভিলকেও প্রভু রামের চরিত্রেও দেখা যাবে।ছবিটি এমন আকর্ষণীয় গল্প তুলে ধরেছে যা ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসকে আকর্ষণীয় করে তুলবে বলেই আশাবাদী সকলে।

Back to top button