কেক কেটে চলল জগদ্ধাত্রীর বর্ষপূর্তি সেলিব্রেশন! দর্শকদের উদ্দেশ্যে কী বললেন সৌম্যদীপ?

পায়ে পায়ে এক বছর কেটে গেল। বর্ষপূর্তি হল জগদ্ধাত্রী ধারাবাহিকের। আর সেই উপলক্ষেই কেক কেটে চলল সেলিব্রেশন পর্ব। শুটিং সেটেই কলাকুশলীরা কেক কেটে উদযাপন করল জন্মদিন।
সম্প্রচারের প্রথম দিন থেকেই মন কেড়েছিল এই ধারাবাহিক। খুব অল্প দিনেই দর্শকদের মনের কাছাকাছি এসে গিয়েছিল। গঙ্গাজল আনতে গিয়ে জগদ্ধাত্রী থেকে জ্যাস সান্যাল হয়ে ওঠার কাহিনির যে টুইস্ট সেটাই এই ধারাবাহিকের ইউএসপি।
টিআরপি তালিকায়ও প্রথম নয়তো দ্বিতীয় স্থান কখনো হাত ছাড়া করেনি এই ধারাবাহিক। এই জন্মদিনের সপ্তাহে ফের টিআরপি তালিকায় প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে তাঁরা।
এই প্রসঙ্গে, সিরিয়ালের স্বয়ংভূ ওরফে সৌম্যদিপ বলেন, “সিরিয়াল শুরুর প্রথম দিন থেকে আজ পর্যন্ত মানুষের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে। টিআরপি-তে প্রথমেও তিন বা চারে থাকত”। মূলত বলা যায়, ভালোবাসা-থ্রিলার সবকিছু নিয়ে যেন একটা পারফেক্ট প্যাকেজ জি বাংলার বেঙ্গল টপার ডেইলি সোপ জগদ্ধাত্রী।