আপনি কি প্রবল বুদ্ধিমান? ক্ষুরধার দৃষ্টিশক্তি রয়েছে আপনার? তাহলে সেই পরীক্ষা হয়ে যাক এই ছবির মধ্যে দিয়েই। এই ছবিটি হল একটি অপটিক্যাল ইলিউশন। ছবিতে অভিনয় যাচ্ছে সারি সারি B লেখা আছে। কিন্তু এই B-এর মাঝেই লুকিয়ে আছে H। যদি মাত্র ১১ সেকেন্ডের মধ্যেই আপনি সেই H অক্ষর খুঁজে বের করতে পারেন তাহলে মেনে নিতে হবে আপনার দৃষ্টিশক্তি প্রখর।
অনেক সময় আমরা যা দেখি তা বাস্তব থেকে অনেকটাই আলাদা হয়। তবে সেই পুরো বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন তার উপর। তাই এই ধরনের ছবিগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। এই ধরনের ছবির ধাঁধা সমাধান করতে গেলে আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে ছবিটিকে।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে হলুদ রঙের একটা ব্যাকগ্রাউন্ড। তার উপর সারি সারি কালো কালিতে লেখা ‘B’ অক্ষর। মোট ৮টি সারি এবং ২৬টি কলামে পর পর সাজানো রয়েছে ওই ইংরাজি অক্ষর। কিন্তু এই এত সংখ্যক ‘B’ অক্ষরের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ‘H’ অক্ষর। সেটাকে খুঁজে বার করাটাই চ্যালেঞ্জ!
অনেকেই অল্প বেশি সময় নিয়ে খুঁজে বার করে ফেলেছেন H অক্ষরটিকে।তবে যাঁরা এখনও খুঁজে পাননি, তাঁদের জন্য জানিয়ে দিই পঞ্চম সারির ২৩ নম্বর কলামেই লুকিয়ে রয়েছে ‘H’ অক্ষরটি। যারা নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে পেয়েছেন তারা প্রচন্ড শক্তিশালী পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী।