আপনি কি প্রবাল বুদ্ধিমান? ক্ষুরধার দৃষ্টিশক্তি রয়েছে আপনার? তাহলে সেই পরীক্ষা হয়ে যাক এই ছবির মধ্যে দিয়েই। এই ছবিটি হল একটি অপটিক্যাল ইলিউশন। এর মধ্যেই চারজন ব্যক্তি । তিনজনকে সহজেই দেখতে পাওয়া গেলেও আর একজনকে খুঁজে পাওয়া একটু মুশকিলের। যদি কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সেই ছবি খুঁজে বের করতে পারেন তাহলে মেনে নিতে হবে আপনার দৃষ্টিশক্তি প্রখর।
অনেক সময় আমরা যা দেখি তা বাস্তব থেকে অনেকটাই আলাদা হয়। তবে সেই পুরো বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন তার উপর। অনেক সময় হতে পারে আপনি যেভাবে বস্তুটিকে দেখছেন অন্যরা হয়তো অন্যভাবে দেখছেন। তাই এই ধরনের ছবিগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। এই ধরনের ছবির ধাঁধা সমাধান করতে গেলে আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে ছবিটিকে।
অনেকেই আছেন যারা অপটিক্যাল ইলিউশনে পাওয়া চ্যালেঞ্জটি সহজে সম্পন্ন করেন, তারপর সেখানে কয়েক ঘন্টা ব্যয় করেন, কিন্তু তারা সফল হন না। প্রদত্ত ছবিতে দেখা যাচ্ছে কোথাও জন্তু আঁকা হয়েছে, কোথাও বা গাছপালা। চতুর্থ ব্যক্তিকে খুঁজে পাওয়া বেশ কষ্টের। ১০ সেকেন্ডের খুঁজে বের করার চেষ্টা করুন এই চতুর্থ ব্যক্তিকে। আপনি যদি এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন, তা হলে কোন সন্দেহ নেই আপনি জিনিয়াস।
অধিকাংশ মানুষ অপটিক্যাল ইলিউশনটির মধ্যে অন্য নম্বরই খুঁজে পান নি। অনেকেই আবার সহজেই লক্ষ্য করেছেন। ছবিটি ভাল করে দেখুন। যদি এখনও খুঁজে না পান তাহলে নিচের ভিডিও একবার দেখে নিন। তাহলেই বুঝে যাবেন, কোথায় লুকিয়ে ছিল সেই চতুর্থ ব্যক্তি।
চরিত্রগুলো সকলেই একে অপরের দিকে রয়েছে তাকিয়ে। চরিত্রদের হাতে বা পায়ের কাছে কী রয়েছে তা দেখতে হবে। কোন আঙ্গিকে তারা দাঁড়িয়ে বা বসে রয়েছে খেয়াল করতে হবে। তখনই লক্ষ্য করা যাবে যে, একটি বিশেষ স্টাইলে ছবিগুলি আঁকা হয়েছে।
এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য আপনাকে আপনার চোখ এবং আপনার মনকে শান্ত রেখে খুঁজতে হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে পেয়েছেন তারা প্রচন্ড খুরদার বুদ্ধি এবং শক্তিশালী পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী।