কমলা লেবুর খোসা কি ফেলে দিচ্ছেন? গুনাগুন জানলে চমকে যাবেন

Published on:

কমলা লেবুর খোসা কি ফেলে দিচ্ছেন? গুনাগুন জানলে চমকে যাবেন

কমলা লেবুতে যেমন একাধিক গুণ রয়েছে ঠিক তেমনি গুণ রয়েছে এই দেবুর খোসাতেও। ত্বকের যত্ন থেকে শুরু করে রান্নার বিভিন্ন কৌশল সবেতেই কমলালেবুর খোসা অপরিহার্য। তাই এখন থেকে কমলালেবুর খোসা ফেলে না দিয়ে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা যেতে পারে।

কমলালেবুর খোসায় বিভিন্ন গুণ রয়েছে। এই খোসা রোদে শুকিয়ে নিয়ে গুড়ো করে রেখে দিতে পারেন। তারপর রোজ সকালে আধ চামচ এই খোসার গুড়ো গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অরেঞ্জ টি। যা খেতেও সুস্বাদু এবং শরীরের জন্য উপকারী।

   
 ⁠

এছাড়াও স্যালাডের উপর অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে কমলালেবুর খোসাকে অলিভ অয়েলের মধ্যে রেখে এই তেল তৈরি করা হয়। আবার পাউরুটিতে মাখন এর পরিবর্তে মারমালেড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কমলালেবুর খোসা সিদ্ধ করে তাতে জল চিনি পাতি লেবুর রস মিশিয়ে নিয়ে এই মারমালেড তৈরি করা হয়।

  
 ⁠

সবশেষে ত্বকের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপযোগী এই কমলালেবুর খোসা। কমলালেবুর খোসা গুঁড়ো করে রেখে তা নিজের ব্যবহৃত ক্রিমের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করা যেতে পারে। আবার কাঁচা কমলালেবুর খোসা গালে ঘষে স্ক্রাবিংও করা যেতে পারে।