মুহূর্ত ছিনিয়ে নেওয়া হল! অস্কারের মঞ্চে চরম অপমানিত ‘দ্যা এলিফ্যান্ট হুইস্পারার্সের’ প্রযোজক
অস্কারের মঞ্চে এহেন ঘটনা যেন সত্যি লজ্জা জনক। দীপিকা পাড়ুকোনকে ব্রাজিলিয়ান মডেল হিসেবে ভুল করা, একই সঙ্গে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর প্রযোজক গুণিত মঙ্গার ‘উইনিং স্পিচ’কে থামিয়ে দেওয়ার মত ঘটনায় যেন থামছেই না সমালোচনার ঝড়।
অস্কারের নিয়ম অনুযায়ী বিজয়ীরা মঞ্চে উঠে অনুভূতি শেয়ারের সুযোগ পান ৪৫সেকেন্ড। তার মধ্যেই তাঁকে ভাষণ শেষ করতে হয়। এবারের অস্কার প্রাপ্ত তথ্যচিত্র দ্যা এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালক বলা শেষ করার পরেই প্রযোজক যখন বলতে যাবেন তখনই বেজে ওঠে মিউজিক। প্রযোজক গুণিত মঙ্গাকে বলতেই দেওয়া হয় না।
গুণিত কিছু না বলেই ফিরে আসেন। ঘটনাটি মোটেও ভাল ভাবে নেননি ভারতবাসী। তাঁরা প্রশ্ন তুলেছেন, “এ কী অপমানের সমান নয়”?গুণিত বলেন, “ঘটনাটা আমিও লক্ষ করেছি। আমার ভীষণ খারাপ লেগেছে।একটি ভারতীয় প্রযোজনা সংস্থা হিসেবে এটিই যে প্রথম অস্কার তা তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু হল না।”
প্রযোজক আরো বলেন, “দেশের হয়ে বলার ওই মুহূর্তটা আমার থেকে ছিনিয়ে নেওয়া হল”। এই ঘটনা জানার পর সমালোচনা করেছেন নেটিজেনরাও। যদিও দুই মহিলার অস্কার জয়ে প্রথম থেকেই কুর্নিশ জানানো হয়েছিল তাঁদের।গুণিত নিজেও লিখেছিলেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখনও কাঁপছি।