কিছুতেই জামাকাপড় থেকে দূর হচ্ছে না বোটকা গন্ধ! মেনে চলুন এই টিপস

Published on:

কিছুতেই জামাকাপড় থেকে দূর হচ্ছে না বোটকা গন্ধ! মেনে চলুন এই টিপস

বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ঘরে, জামা কাপড়ে বোটকা গন্ধ। এই স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে নাজেহাল অবস্থা হয় আমাদের। তবে সহজ কিছু টিপস মেনে চললে খুব দ্রুত জামাকাপড়ের এই গন্ধ দূর করা যেতে পারে।

বর্ষাকালে ঠিক মত রোদ ওঠে না বলে জামা কাপড়ও শুকোতে চায়না। ফলে জামা কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ কিভাবে দূর হবে সেই চিন্তায় ঘুম ওড়ে । তবে বেশ কিছু উপায় অবলম্বন করলে জামা কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করা যাবে সহজে এছাড়াও জামা কাপড়ের রং থাকবে আগের মতই।

   
 ⁠

প্রথমত যেই বালটিতে জামা কাপড় ভিজাচ্ছেন সেখানে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিন। অথবা জামাকাপড় ধোওয়ার সময় একটু ভিনfগার বা বেকিং সোডাও দিতে পারেন। এতে জামা কাপড়ের বোটকা গন্ধ চলে যাবে।

  
 ⁠

এই মরশুমে বাইরে জামা কাপড় মেলা থেকে বিরত থাকুন। বরং ফ্যানের হাওয়ায় জামাকাপড় শুকাতে দিন। এতে আর্দ্রতা থাকবে না গন্ধ হবে না। সিল্ক, শিফন, জর্জেট, ক্রেপ জাতীয় শাড়িগুলি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে লবঙ্গ বা কর্পূর গুঁড়ো করে কাপড়ের ব্যাগে রাখুন।

একটি কাপড়ে শুকনো লঙ্গা এবং নিম পাতা বেঁধে নিন। তারপর সেটি আলমারির প্রতিটি তাকে রাখুন। ফলে বর্ষায় আলমারিতে রাখা জামাকাপড়ে ছত্রাক সংক্রমণ ছড়ানোর থেকে রক্ষা পাবেন। এতে ভালো কাজ হবে।