“আপনি বড্ড ছ্যাঁচড়া”। সালমান খানকে কার্যত এভাবেই নিশানা করলেন পাক অভিনেত্রী সাবা কামার। তবে পুরোটাই মজার ছলে। কিন্তু পাক অভিনেত্রী এই মন্তব্যে ক্ষেপে অগ্নি শর্মা হয়ে রয়েছেন ভাইজানের অনুগামীরা।
পাকিস্তানি একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন অভিনেত্রী সাবা কামার। তখন তাকে প্রশ্ন করা হয় সালমান খান তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি কি করবেন। এই প্রশ্ন শুনে প্রথমে হতচকিত হয়ে যান অভিনেত্রী। এরপর জানান, সলমনকে তিনি বড্ড ভয় পান। কিন্তু না কীভাবে করবেন? এই প্রশ্নের উত্তরেই সাবা বলে সলমনের উদ্দেশে বলে বসেন, “আপনি বড্ড ছ্যাঁচড়া!”
এদিকে শুধু সালমান খান নয় হৃত্বিক রোশন, রিতেশ দেশমুখ সকলকে নিয়েই তাকে প্রশ্ন করা হয়। তার উত্তরে হৃত্বিক রোশনকে তার পোষাবে না কারণ সে সন্তানের বাবা এমনটাই মন্তব্য করেন তিনি। অন্যদিকে রিতেশ দেশমুখকে নিয়ে অভিনেত্রী বলেন, ‘বি গ্রেড অ্যাক্টর’। আর অভিনেত্রীর এই মন্তব্যেই তীব্র ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা। পাল্টা তাদের মন্তব্য, “সাবা কামার কে? আগে নিজের ওজন কতটা তা মেপে দেখুন”।
প্রসঙ্গত, উর্দু সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে পাকিস্তানে জনপ্রিয়তা পেয়েছেন সাবা। ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’-এর নায়িকা ছিলেন তিনি।