পাকিস্তান ইতিমধ্যেই চাঁদে! পাক যুবকের কথায় হেসেই খুন নেটপাড়া, কী বললেন? ভাইরাল ভিডিও

বুধবার ১৪০ কোটি ভারতবাসীর কাছে ছিল গর্বের দিন। চাঁদের মাটিতে সফলভাবে পৌঁছেছে চন্দ্রযান ৩। নজির স্থাপন করেছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান বিক্রম, এদিন সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে রয়েছে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। চন্দ্রযান যাতে সফল ভাবে অবতরণ করতে পারে তার জন্য প্রার্থনা চলছিল সারা দেশ জুড়ে। এর মধ্যেই এক পাক যুবকের কাণ্ড ভাইরাল হয়েছে। তাঁর মন্তব্যে হেসেই খুন নেট দুনিয়া।
পাকিস্তানের জনগণও চন্দ্রযান-৩-এর সাফল্যে খুশি। এরমধ্যেই ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ইউটিউবার চন্দ্রযান-৩-এর সাফল্যে জনসাধারণের প্রতিক্রিয়া নিচ্ছেন। তখনই তিনি একই উদ্দেশ্যে ওই পাক যুবকের সামনে তার বুম বাড়িয়ে দেন। এরপরে ওই যুবক মজা করে বলে ওঠেন, “আপনি জানেন না যে আমরা ইতিমধ্যে চাঁদে বাস করছি। কীভাবে তারও ব্যাখ্যা করেন ওই ব্যক্তি। তিনি বলেন, ‘চাঁদে জল নেই, এখানেও জল নেই। চাঁদে গ্যাস নেই, এখানেও নেই। চাঁদে বিদ্যুৎ নেই, এখানেও বিদ্যুৎ নেই।”। এর পরেই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি @জয়দাস নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, “পাকিস্তানের মানুষের সেন্স অফ হিউমার সবসময়ই টপ ক্লাস”। ভিডিও আপলোড হওয়া মাত্রই তা ভাইরাল হয়েছে। নানান মন্তব্য এসেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ল্যান্ডার মডিউল (LM) প্রায় ৫.৪৪ মিনিটে নির্ধারিত পয়েন্টে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিল। লাইভ টেলিকাস্ট শুরু হয় ৫.২০ থেকে। এরপর ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) ঠিক সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে।
ইতিহাস স্থাপন করে ‘মিশন ইন্ডিয়া’। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায় চন্দ্রযান ৩।ল্যন্ডার বিক্রমের ভিতর থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে পা রেখে ফেলেছে রোভার প্রজ্ঞান। তারপরেই যেন খেল দেখানো শুরু করেছে চন্দ্রযান 3-এর রোভার। ইতিমধ্যেই চাঁদের এদিক ওদিক গুটি গুটি পায়ে ঘুরে বেরাচ্ছে সে। এবার এই প্রজ্ঞানই চাঁদের সমস্ত অজানা তথ্য পাঠাতে শুরু করবে ইসরোকে।