সিরিয়াল

ছোট পর্দা থেকে বড় পর্দা! টেলি জগতের ইঁদুর দৌড়ে পিছিয়ে কেন ‘জবা’?

বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রীরা একটু জনপ্রিয় হলেই সুযোগ পাচ্ছেন বড় পর্দায় কাজ করার। এরমধ্যে সম্প্রতি নজর কেড়েছে মিঠাই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করা সৌমিতৃষা, এছাড়া অন্যদিকে দেবচন্দ্রিমা তিনিও বড় পর্দায় পা রেখেছেন ইতিমধ্যেই। তবে বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ পল্লবী শর্মা, যাকে বেশিরভাগ লোকই জবা বলে চেনেন তাকে এখনো দেখা যাচ্ছে না বড় পর্দায়।

বর্তমান যুগে ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দেওয়ার ইঁদুর দৌড়ে ছুটে চলেছেন অভিনেতা অভিনেত্রীরা। সিনেমায় ব্রেক পাওয়ার জন্য কার্যত মুখিয়ে রয়েছেন তারা। তবেই সবকিছুর মধ্যেও ভালো অভিনয় এবং সুন্দরী হওয়া সত্বেও পল্লবী শর্মা এখনো ছোট পর্দাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। কেন তিনি বড় পর্দার দিকে ঝুঁকছেন না? সুযোগ পাচ্ছেন না নাকি অন্য কোন কারণ রয়েছে এর পেছনে?

এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, “শেষ পাঁচ বছর আমি কে আপন কে পর করেছি। তারপরেও চ্যানেল কনট্র্যাক্টে ছিলাম, সেটা শেষ হয়েছে আমি এখানে নিম ফুলের মধু শুরু করেছি। সেইভাবে সুযোগ-সময় কোনওটাই হয়ে ওঠেনি। সেটা পেলে ভবিষ্যতে নিশ্চয়ই করব”।

অভিনেত্রীর সংযোজন, “আমি সুযোগ পাইনি। কারণ যেদিন থেকে সিরিয়ালের যাত্রা শুরু করেছি, আমি চ্যানেলের সঙ্গে চুক্তিতে থেকেছি, ফাঁকা সময়ই পাইনি। আমার পক্ষে বেরিয়ে গিয়ে অন্য প্রোজেক্টে হাত দেওয়ার সময় হয়নি। একটা প্রোজেক্ট শুরু হওয়ার পর সময় হাতেও থাকে না যে একটা ছবি করব বা ওয়েব সিরিজ করব”।

Back to top button