বিনোদন

বাথটাবে খোলামেলা ভেজা শরীরে দত্ত বাড়ির ছোট বউ! একী ছবি দিলেন পল্লবী?

বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ পল্লবী শর্মা, যাকে বেশিরভাগ লোকই জবা বলে চেনেন। বর্তমানে নিম ফুলের মধু সিরিয়ালে জমিয়ে অভিনয় করছেন তিনি। সেখানে তার চরিত্রের নাম পর্না। এবার এই অভিনেত্রীর এক ভাইরাল হওয়া ছবি দেখেই চমকে উঠলো নেট দুনিয়া।

সম্প্রতি এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে,বাথটবে ভেজা শরীরে আধ শোয়া অবস্থায় রয়েছেন তিনি। অর্ধ উন্মুক্ত শরীর। চারিদিকে ছড়ানো গোলাপের পাপড়ি। হঠাৎ দেখলে থমকে যেতে হয়।

তবে এই ছবি কি সত্যিই তাঁর? এই প্রশ্ন উঠছে কারণ কিছুদিন আগেই প্রযুক্তির অপব্যবহার করে রশ্মিকা মন্দনার একটি ছবিকে ভাইরাল করা হয়েছে। তাই সত্যতা যাচাই করতে এই বিষয়ে এক সংবাদ মাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করেন।ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই ছবিটি তাঁরই। তবে তা বেশ পুরনো। নতুন করে আবার সেটি ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, ছোটোবেলাতেই বাবা মা কে হারিয়েছেন অভিনেত্রী। বড় হয়েছেন পিসির কাছে। এরপর বছর দুয়েক আগে পিসিকেও হারিয়েছেন। এখন আপাতত একাই থাকেন তিনি। তবে দাদা, বৌদি ও একটি ছোট ভাইজি রয়েছে তাঁর।

খুব ছোট বয়সে আপন মানুষদের হারিয়ে ফেলায় সিরিয়ালের পর্ণার মতো তিনিও পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতেই ভালোবাসেন। তাঁর কাছে পরিবারের দাম অনেকখানি। অভিনেত্রী চান এমন কাউকে বিয়ে করতে যেই পরিবারে গেলে তিনি আবার হারানো ভালোবাসা ফিরে পাবেন।

Back to top button