গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতে সুলতান কুরেশির চরিত্রে পঙ্কজ ঝাঁকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। কিন্তু পরবর্তীতে সেই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। আর এই নিয়েই ক্ষোভ তৈরি হয়েছিল পঞ্চয়েত সিরিজের বিধায়কজীর। এই নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও জানান তিনি।
গুলাল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন পঙ্কজ ঝা এবং অনুরাগ কাশ্যপ। তখনই শুটিং করার সময়, গ্যাং অফ ওয়াসিপুরের ছবির জন্য পঙ্কজ ঝাকে প্রস্তাব দেন অনুরাগ কাশ্যপ। অভিনেতা জানিয়েছিলেন তিনি, দুদিনের মধ্যেই তার সঙ্গে দেখা করবেন এবং এই বিষয়টি নিয়ে চূড়ান্ত করবেন।
এদিকে অভিনেতা ফিরে আসার আগেই জানতে পারেন এই চরিত্রের জন্য পঙ্কজ ত্রিপাঠিতে বেছে নেওয়া হয়েছে। আর এই নিয়েই ক্ষোভ তৈরি হয় তাঁর মনে। তিনি বলেন, “‘সত্যা’, ‘গুলাল’-এর মত ছবি যেমন অভিনেতাদের তৈরি করে, তেমনি পরিচালককেও তৈরি করে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এমন অনেক মানুষ আছেন যারা আদপে এতটাই ভীরু এবং মেরুদণ্ডহীন যে তারা প্রতিশ্রুতি রাখতে পারেন না”।
তিনি আরও বলেন, “করে কিনা, তাঁর উত্তরে পঙ্কজ ঝা স্পষ্টই বলেন, এই ব্যাপারে মনে আঘাত লাগাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে তাদেরকে জেতার সুযোগ করে দেওয়া হবে যারা সবসময় পিছন থেকে ছুরি মারেন।”যদিও এই বিষয়গুলিকে তিনি এখন আর গুরুত্ব দিতে চাননা। অভিনেতা স্পষ্টই জানান এই বিষয়ে তার আর কোন অভিযোগ নেই। বরং তিনি অনুরাগ কাশ্যপকে ভালোবাসেন এবং তার সঙ্গে কাজ করতে চান।