১৮ বছরেও গলেনি বরফ! আজও পুত্রবধূর উপর কীসের রাগ পঙ্কজ ত্রিপাঠির মায়ের?

Published on:

১৮ বছরেও গলেনি বরফ! আজও পুত্রবধূর উপর কীসের রাগ পঙ্কজ ত্রিপাঠির মায়ের?

বিয়ে হয়েছে প্রায় ১৮ বছর কিন্তু এখনও কোনও তরফ থেকেই মেনে নেয়নি তাদের সম্পর্ককে। কিন্তু তা সত্ত্বেও ভালো মন্দ মিলিয়ে চুটিয়ে সংসার করে যাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠি এবং তার স্ত্রী মৃদুলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে আজকে প্রকাশ করেছেন অভিনেতার স্ত্রী।

১৯৯৩ সালে মৃদুলার দাদার সঙ্গে বিয়ে হয়েছে পঙ্কজের দিদির। সেই প্রথম দেখা, সেখান থেকে প্রেম। ২০০৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। প্রায় ১৮ বছরের বিবাহিত জীবন তাঁদের। কিন্তু এখনো পর্যন্ত এই সম্পর্ককে মেনে নিতে পারেননি উভয় পরিবারের কেউই।

   
 ⁠

এই প্রসঙ্গে মৃদুলা জানান, “আমার শাশুড়ি আমাকে আজ পর্যন্ত মেনে নেননি। কারণ, এই সম্পর্ক ভাল হতে পারে, এটা তিনি মনেই করেন না। ওদের বাড়ির মেয়ের আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। যে হেতু ওর দিদির আগেই আমাদের পরিবারে বিয়ে হয়, তাই আমার বাড়িতেও প্রথমে সে ভাবে মেনে নেয়নি”।

  
 ⁠

প্রথম থেকেই পারিবারিক সম্পর্ক থাকার পাশাপাশি মৃদুলা কে না মেনে নেওয়ার অপর একটি কারণ ছিল অর্থনৈতিক বিষয়টি। কারণ যখন তাদের বিয়ে হয় তখন পঙ্কজের উপার্জন বলতে কিছুই ছিল না। বিয়ের পর প্রায় আট বছর মৃদুলা তাদের সংসার চালিয়েছে। এই প্রসঙ্গে মৃদুলা জানান,”সেই সময় এটা মেনে নেওয়া যেত না, যে একটি মেয়ে তার তুলনায় অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারে বিয়ে হয়ে আসবে। নিজের তুলনায় দুর্বল কোনও পরিবারে বিয়ে হোক এটা কোনও পরিবারই চায় না। কিন্তু এখন আর কী-ই বা করা যাবে”। কিন্তু এত বাধা সত্ত্বেও এখনো সুখেই দাম্পত্য জীবন পালন করছেন তারা।