বাবাকে হারালেন পঙ্কজ ত্রিপাঠি, খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে শুটিং ছেড়েই নিজের গ্রামে ছুটলেন অভিনেতা

দুঃসংবাদ পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে। পিতৃহারা হলেন অভিনেতা। আর এই খবর পাওয়া মাত্রই শুটিং ফেলে রেখে ছুটলেন বিহারে গ্রামের বাড়িতে। পঙ্কজ ত্রিপাঠির বাবা পণ্ডিত বানারস ত্রিপাঠীর মৃত্যু কালীন বয়স হয়েছিল ৯৮ বছর।
বিহারের বেলসান্দে গ্রামে পঙ্কজ ত্রিপাঠীর পরিবার থাকে। সেখানেই থাকতেন তাঁর বৃদ্ধ বাবা। কাজের সুবাদে পঙ্কজ ত্রিপাঠি তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে মুম্বইতে থাকেন। পঙ্কজ তিওয়ারের পরিবারের পক্ষ থেকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মনে করা হচ্ছে বার্ধক্য জনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। আর এই খবর পাওয়া মাত্রই উত্তরাখণ্ডের শুটিং ছেড়ে গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে একবার অভিনেতা জানিয়েছিলেন, “আমি কৃষক পরিবারের ছেলে। আমার বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই । কারণ বাবা ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া কোনও পেশার কথা জানতেন না। আমার গ্রাম ভীষণই প্রত্যন্ত এলাকায়। সেখানে এখনও কোনও সুনির্মিত রাস্তা নেই”।
অভিনেতা আরো জানিয়েছিলেন, “তাঁর অভিনয়, কাজ নিয়ে বিশেষ কিছুই জানেন না। তাঁকে নিয়ে বিশেষ গর্বিতও বোধ করতেন না তাঁর বাবা। কারই উনি জানতেনই না ছেলে সিনেমায় কী করে! আজ পর্যন্ত উনি দেখেননি সিনেমা হল ভিতর থেকে ঠিক কেমন দেখতে”।