ছোটবেলা মানেই নস্টালজিয়া। কিন্তু বড় হয়ে গেলে সেই নস্টালজিয়ায় ফিরে যাওয়ার একমাত্র উপায় ছোট বেলার ছবি দেখে স্মৃতি রোমন্থন করা। এবারেও তাই করলেন এই তারকা। ছবি দেখে কিন্তু বোঝার উপায় নেই তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় নিজের এই ছবি আপলোড করেছেন অভিনেত্রী। যদিও বেশ কয়েকবছর পুরোনো সেই ছবি।আবার নতুন করে ভাইরাল হয়েছে সেটি।
সেখানে দেখা যাচ্ছে এক খুদে লাল পাড় সাদা শাড়ি পরে কোমরে হাত দিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন। চোখে টানা টানা কাজল পড়া , মাথায় খোঁপা বাঁধা। বড় বেলার সঙ্গে মুখের খানিকটা মিল থাকলেও তেমন ভাবে চেনার উপায় নেই। ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল সামাজিক মাধ্যমে। ইনি হলেন পাওলি দাম। যে নিজের দক্ষতায় জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে।
ছবিটি শিশু দিবসের সময় আপলোড করা হয়েছিল। তাই ক্যাপশনে তিনি লিখেছিলেন, “ছোট্ট আমির পক্ষ থেকে শিশু দিবসে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা”।