বিনোদন

৮২-তেও ভরপুর যুবক! নিজের অসুস্থটা নিয়ে এবার জন সমক্ষে মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায়

অসুস্থতার কারণে বেশ কিছুদিন শুটিং থেকে অব্যাহতি নিয়েছিলেন পরান বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বেশ কিছুদিন বিশ্রামেও ছিলেন তিনি। এবার রাজ চক্রবর্তীর আবার প্রলয়ের ট্রেলর লঞ্চে দেখা গেল তাঁকে। এখানে এসেও প্রবীণ অভিনেতা ঠিক কতটা অসুস্থ তিনি নিজেই জানিয়েছেন সেই কথা।

কিছুদিন আগেই অসুস্থতার কারণে একের পর এক শুটিং বাতিল করেছেন তিনি। অসুস্থতার কারণেই অভিনেতা রাহুলের সিরিজ় থেকে সরে দাঁড়ান বলে শোনা গিয়েছিল। যদিও পরিচালক এই বর্ষের অভিনেতাকে ছাড়া শুটিং করবেন না বলেও একগুঁয়ে হয়ে রয়েছেন। এর মধ্যে নিজের অসুস্থতা নিয়ে একবার মুখ খুললেন প্রবীণ অভিনেতা।

রাজ চক্রবর্তী প্রথমেই জানান, পরাণ বাবু অসুস্থ। শরীর ভাল যাচ্ছে না। তাই অনেক কষ্ট করে রাজি করে তাঁকে ওই ট্রেলার লঞ্চে আনতে হয়েছে। বেশিক্ষণ থাকতে পারবেন না। নিজের এই অসুস্থতার খবর শুনে বেশ বিরক্ত প্রবীণ অভিনেতা।

তিনি মঞ্চে উঠে মাইক হাতে জানান, “রাজ একটা বিরাট গুল দিয়েছে।আমার সাউন্ডবক্সটা উড়ে গিয়েছিল। কিন্তু রটে গেল আমি নাকি হাসপাতালে। গুরুতর অসুস্থ। সবাই ফোন করছে। জিজ্ঞসা করছে। আমি তাঁদের বলছি, ‘যিনি এই কথাটা রটিয়েছেন তাঁর বাবাকে বোধহয় নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। আমায় বেশি ভালবাসেন, তাই আমার নামটা নিয়ে ফেলেছেন”।

এর আগেও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আমার ততটা কিছু হয়নি, যতটা অসুস্থ হলে ব্যাপারটা বেশ মুচমুচে হত। সাধারণ সর্দি-জ্বর। সেই কারণেই শুটিং থেকে বিরতি নিয়েছি। এ ছাড়াও চিকিৎসক আমার গলাকে আরাম দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই জন্যই এই সিদ্ধান্ত। তবে এর জন্য এত বাড়াবাড়ি ভাবে খবর ছড়ানোয় আমি বিরক্ত। প্রযোজনা সংস্থার তরফ থেকেই এমন খবর ছড়ালে সেটা দুঃখজনক”।

অভিনেতা জানিয়েছেন, সামান্য সর্দি কাশি হয়েছে তাঁর। তাতে শরীর কাহিল হয়ে গিয়েছেন। তার উপরে এই প্রবল গরম। তাই আপাতত ক’টা দিন শুটিং থেকে নিজেকে দূরে রাখছেন। তাছাড়া চিকিৎসকও কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

Back to top button